বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ১০:১৪:১২

প্রথমবারের মত চিলড্রেন গেমসে অংশ নিবে বাংলাদেশ

প্রথমবারের মত চিলড্রেন গেমসে অংশ নিবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো চিলড্রেন অব এশিয়া গেমসে অংশ নেবে বাংলাদেশ। রাশিয়ার শাখা রিপাবলিক প্রদেশে অনুষ্ঠিতব্য ওই গেমসে ২২টি ডিসিপ্লিন থাকলেও বাংলাদেশ অংশ নেবে নয়টিতে। যেখানে বিভিন্ন দেশের অনূর্ধ্ব-১৪ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরী ক্রীড়াবিদরা খেলবেন। এই গেমসে ৫২ সদস্যের বাংলাদেশ দল অংশ নেবে। যেখানে ৩৪ জন ক্রীড়াবিদ, ১৮ জন কোচ, কর্মকর্তা ও চিকিৎসক রয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির সভায় এই গেমসে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। রাশিয়ার একটি প্রদেশ শাখা রিপাবলিকের মূল শহর ইয়াকুশিয়া। ১৯৯৬ সালে শাখা রিপাবলিকের প্রথম প্রেসিডেন্ট মিখাইল নিকোলায়েভ কিশোর-কিশোরীদের জন্য প্রথমবারের মতো এই গেমসের আয়োজন করেন। ৫ থেকে ১৭ই জুলাই ইয়াকুশিয়ায় এই গেমসের ষষ্ঠ আসর বসলেও বাংলাদেশ অংশ নিচ্ছে প্রথমবারের মতো। এই গেমসে বাংলাদেশ অংশ নিচ্ছে আরচারি, অ্যাথলেটিকস, বাস্কেটবল, বক্সিং, দাবা, শুটিং, সুইমিং, তায়কোয়ানদো ও টেবিল টেনিসে। লাল-সবুজের বহরে আরচারিতে চারজন, অ্যাথলেটিকসে দু’জন, বাস্কেটবলে ১২, বক্সিংয়ে দুই, দাবায় চার, শুটিং চার, সুইমিং দুই, তায়কোয়ানদো দুই ও টেবিল টেনিসে দু’জন করে কিশোর-কিশোরী খেলোয়াড় থাকছেন। এই গেমসে অংশগ্রহণ প্রসঙ্গে বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু বলেন, ‘প্রথমবারের মতো অংশ নিলেও এই আসরে আমাদের লক্ষ্য ভালো কিছু অর্জন করা। এই লক্ষ্য পূরণে আমরা ইতিমধ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছি। কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্তের পরেই সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে গেমসে অংশগ্রহণের ব্যাপারে জানিয়ে দিয়েছি। এখন সাউথ এশিয়ান (এসএ) গেমসের ক্যাম্প চলছে। এই গেমসের পরেই চিলড্রেন এশিয়ান গেমস হওয়ায় কিছুটা সময় আমাদের হাতে রয়েছে। এই সময়ের মধ্যে আশা করি অনুশীলন ঠিকভাবে চালিয়ে যেতে পারবো। তাছাড়া এসএ গেমসের ক্যাম্পের বিভিন্ন ডিসিপ্লিনের অনূর্ধ্ব-১৭ বছরের কিশোর-কিশোরীরা অনুশীলনে রয়েছে। তারাও সুযোগ পাবে চিলড্রেন অব এশিয়া গেমসে খেলার।’ সূত্র : মানবজমিন ১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে