বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ১১:২৬:০০

ম্যাচ জেতার জন্যই কি এই অদ্ভুত কৌশল নিয়েছিলেন মাশরাফি?

ম্যাচ জেতার জন্যই কি এই অদ্ভুত কৌশল নিয়েছিলেন মাশরাফি?

স্পোর্টস ডেস্ক : বরিশাল বুলসের বিপক্ষে ফাইনাল খেলেন মাশরাফি। মাঠে নামার আগে তিনি বলেছিলেন ফাইনালের জন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। কি পরিকল্পনা রয়েছে সেটা ছিল অজানা। আর এখন ম্যাচ জিতেছে মাশরাফি। তার গোপন থাকা পরিকল্পনা অনেকটাই পরিস্কার এখন। তার মূল পরিকল্পনা তো ছিলই। তবে আরেকটি কৌশলের কথা নিজের মুখে শিকার করে এতে ভিন্নমাত্রা দিয়েছেন তিনি। দলে নতুন অস্ত্র হিসাবে স্টিভেনকে নিয়ে আসেন তিনি। স্টিভেন মূল্যবান উইকেট লাভের নিয়ন্ত্রিত বল করেন। সাব্বির রহমানকে নিয়ে পরিকল্পনা ছিল মাশরাফির। সাব্বির ১৯ বলে মাত্র ৯ রান করে বিদায় নেন। মাশরাফি ভালো করেই জানতেন সাব্বির কোন বলে দুর্বল। দুর্বল যায়গাটি খুঁজে নিজেই বোল্ড করেন সাব্বিরকে। কৌশলী শাহরিয়ার মাশরাফির টোপ ফেলানো বলগুলো কৌশলে মোকাবেলা করেন। বাজে বলে ঠিকই উড়িয়ে খেলেছেন শাহরিয়ার। বিপরীত শিবিরের ক্রিকেটারদের জন্য ভিণ্ন ভিন্ন পরিকল্পনা থাকবে এটাই স্বাভাবিক। তবে হাস্যরস মাশরাফির শেষের ভেলকি নিয়ে। শেষ ওভারে যখন ১৩ রান প্রয়োজন তখন অনেকটাই হতাশ হয়ে পড়েন মাশরাফি। অজানা ভয় থেকেই তিনি ছিলেন ভিউয়িং এরিনার পেছনে মূল ড্রেসিং রুমে। দল হেরে যেতে পারে এই দুচিন্তায় ছিলেন তিনি। বিছানায় শুয়ে ছিলেন মাশরাফি। এই কথা নিজের মুখেই বলেছেন তিনি। পরে দলের জয়ের কথা শুনেই বিছানা থেকে ওঠেন মাশরাফি। মাশরাফি আবার পরে কিন্তু বলেছেন, ভেবেছিলাম বিছানায় শুয়ে থাকলেই ম্যাচটা জিতে যাবে। ম্যাচ জেতার জন্যই কি এই অদ্ভুত কৌশল নিয়েছিলেন মাশরাফি? এই প্রশ্নটি এরই মধ্যে হৈচৈ সৃষ্টি করেছে ক্রিকেটবিশ্বে। ১৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে