বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৬:৪১

স্বপ্নের বিপিএল নিয়ে ‘ভুল’সংবাদ প্রকাশ ভারতীয় মিডিয়ায়

স্বপ্নের বিপিএল নিয়ে ‘ভুল’সংবাদ প্রকাশ ভারতীয় মিডিয়ায়

স্পোর্টস ডেস্ক : সঙ্গত কারণেই বিশ্বমিডিয়ার শিরোনাম এখন বিপিএল। বিপিএলের ফাইনাল ম্যাচের খবর প্রকাশ করতে গিয়ে ভুল তথ্যসংবলিত খবর প্রকাশ করে প্রতিবেশি দেশ ভারতের একটি পোর্টাল। ওই পত্রিকায় প্রকাশিত অংশ নিচে তুলে ধরা হলো। ২০১৫ বিপিএল ছিনিয়ে নিল মাশরাফি মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স৷ মঙ্গলবার ফাইনালে বরিশাল বার্নাসকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল মাশরাফি ব্রিগেড৷ এদিন মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি। প্রসন্ন (৩৩) শাহরিয়ার নাফিস (অপরাজিত ৪৪) ও মাহমদুল্লাহর (৪৮) ব্যাটের সুবাদে নির্ধারিত ওভারে ১৫৬ তোলে বরিশাল বার্নাসরা৷ জবাবে ইমারুল কায়েস (৫৩), আহমেদ শেহজাদ (৩০) ও অলোক কাপালির অপরাজিত ৩৯ রানের সুবাদে ম্যাচ জিতে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স৷ এক বছর পর বিপিএল ফিরে এল৷ ২০১৩ সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল সাকিব আল হাসানের ঢাকা গ্ল্যাডিয়েটরস৷ এবারের ম্যাচের সেরা (অলোক কাপালি) ও সিরিজের সেরা (আসহার জাইদি) দুই হয়েছেন কুমিল্লার খেলোয়াড়৷ এই ছিল প্রতিবেদনটি। কলকাতায় প্রকাশিত এই খবর পড়ে বিভ্রান্তিতে পড়তে পারেন অনেকেই। ভুলগুলো ধরিয়ে দেয়া যাক এখন। এক বছর নয় দুই বছর পর এসেছে বিপিএল। ১০১৪ সালে বিপিএল হয়নি। অন্যদিকে বরিশাল বার্নাস নয় এটি হবে বরিশাল বুলস। বরিশালের সাথে এখন আর বার্নাস নেই। ২০১৫ বিপিএল বরিশাল বুলস নামে নাম ধারন করে ওই টিম। ১৬ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে