বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০১:১৯:৫২

দলে ফিরলেন হাসি

দলে ফিরলেন হাসি

স্পোর্টস ডেস্ক: আগামী বছর অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলীয় জাতীয় দলে ফিরলেন দেশটির সাবেক মারকুটে ব্যাটসম্যান মাইক হাসি। ভাবছেন এটি কি করে সম্ভব। অস্ট্রেলিয়ান এই খেলোয়াড় তো জাতীয় দল থেকে অবসর নিয়েছেন গত ২০১৩ সালে। শিরোনাম আর নিউজের প্রথম অংশ পড়ে আতঁকে ওঠার কিছুই নেই। মাইক হাসি ফিরছেন ঠিকই। তবে জাতীয় দলের কোচিং পরামর্শক হিসেবে। অস্ট্রেলীয় এই প্রাক্তন ব্যাটসম্যানকে কোচিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ড। এছাড়া ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করতে ভারতের প্রাক্তন অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামও অসি দলের সঙ্গে কাজ করবেন। বর্তমানে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশে সিডনি থান্ডারের অধিনায়কত্ব করছেন ৪০ বছর বয়সি হাসি। বিগ ব্যাশে সিডনি ছাড়াও পার্থ স্কোরচার্স, আইপিএলে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে এই বাঁহাতির। জাতীয় দলের হয়েও খেলেছেন ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ। জাতীয় দলে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত হাসি। বলেন, ‘অস্ট্রেলিয়ার গর্বিত একজন ক্রিকেটার হিসেবে আমি খুবই আনন্দিত যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যুক্ত হতে পারছি। ছেলেদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি আমি।’ গত ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের হয়েও একই কাজ করেছিলেন হাসি। আর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করবেন নিজ দেশের হয়ে। টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেবেন হাসি। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ আগামী বছরের ১৮ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শ্রীরাম অবশ্য বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেবেন। আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করবে অস্ট্রেলিয়া। তখনই দলের সঙ্গে যোগ দেবেন ভারতের হয়ে আটটি ওয়ানডে খেলা শ্রীরাম। মূলত অসি ক্রিকেটারদের ভারতীয় কন্ডিশনের সঙ্গে মানিতে নিতে সাহায্য করবেন প্রাক্তন এই অলরাউন্ডার। ১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে