বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০১:২৯:৫৮

বিপিএলে উইকেট শিকারিদের তালিকা, ফার্স্ট হয়েছেন যিনি

বিপিএলে উইকেট শিকারিদের তালিকা, ফার্স্ট হয়েছেন যিনি

স্পোর্টস ডেস্ক : বিদায় ২০১৫ বিপিএল! ফের কখন বিপিএল অনুষ্ঠিত হবে এটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর অনেকটাই নির্ভরশীল। ২০১৫ বিপিএলে শেষ পর্যন্ত সেরা অবস্থান ধরে রাখতে পারেননি নতুন মুখ আবু দায়দার রনি। ফাইনাল ম্যাচে উইকেট পাননি রনি। সাফল্য পেয়েছেন কেভিন কুপার। কুপার ২০১৫ আসরে উইকেট শিকারের দিক থেকে ফার্স্ট হয়েছেন। তিনি ২২ টি উইকেট শিকার করেন। সেকেন্ড হয়েছেন রনি। তিনি শিকার করেন ২১ টি উইকেট। ১৮ টি উইকেট শিকার করে তৃতীয় অবস্থানে যায়গা করে নেন কুসাল পেরেরা। টুর্ণামেন্টের প্রথম দিকে উইকেট শিকারের দিক থেকে সবার সেরা ছিলেন সাকিব আল হাসান। ১৮ টি উইকেট শিকার করে রেটিং রেটে চার নম্বরে উঠে আসে সাকিবের নাম। সেরা পাঁচে রয়েছেন ১৭ উইকেট শিকার করা অসহার জাইদি। একই পরিমান উইকেট শিকার করে ছয় নম্বরে রয়েছেন আল আমিন। ১৬ টি উইকেট শিকার করে সাত নম্বরে নিজের নাম লেখাতে সমর্থ্য হন মোশাররফ হোসেন রুবেল। একই পরিমান উইকেট শিকার করে আট নম্বরে রয়েছেন আরাফাত সানি। আমির ও মুস্তাফিজ দুই জনেই ১৪টি উইকেট শিকার করেন। তবে সেরা দলের তালিকায় মুস্তাফিজকে টপকেছেন আমির। ১৫ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে