বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০১:৪৮:১৮

খেলোয়াড়দের বিপক্ষে মরিনহোর ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ

খেলোয়াড়দের বিপক্ষে মরিনহোর ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ

স্পোর্টস ডেস্ক: নিজেকে ‘স্পেশাল ওয়ান’ দাবিদার হোসে মরিনহোর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। খেলার মাঠে কিংবা বাহিরে নানা বির্তকের জন্মদাতা চেলসির এই কোচ। বর্তমানে বেশ খারাপ সময় পার করছেন চেলসি। হারতে হারতে ক্লান্ত প্রায় ক্লাবটি। আর সে জন্য খেলোয়াড়দের দুষছেন ক্লাবের কোচ । তিনি তাদের মাঝে বিশ্বাসঘাতকতার গন্ধ খুঁজে পাচ্ছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার তার দল ২-১ গোলে হেরেছে লিস্টার সিটির কাছে। এতে তিনি খেলোয়াড়দের বিশ্বাসঘাতকতাই দায়ী করেছেন। বললেন, বিশ্বাসঘাতকতার কারণেই আমি হেরেছি।’ তবে তিনি যা-ই বলুন না কেন, ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল ও ম্যানচেস্টার সিটিকে পিছনে ফেলে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে ক্লাবটি। লিস্টার সিটির বিপক্ষে ম্যাচটি হেরে মরিনহো হাস্যকর অভিযোগ তুললেন। বলেন, ‘ লিস্টার সিটির বিপক্ষে আমাদের দুই গোল হজম করা ছিল অগ্রহণযোগ্য। আমার সবচেয়ে ভালো গুণ হচ্ছে, খেলোয়াড়দের জন্য খেলা এবং প্রতিপক্ষকে পড়ে দেয়া। হুমকির জায়গাগুলো চিহ্নিত করে দেয়া। চার দিন ধরে এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। প্রতিপক্ষের খেলোয়াড়দের সবলতা-দুর্বলতা বের করেছি। ওরা যে চার ধরনের মুভমেন্ট থেকে বেশির ভাগ গোল করে সবই বের করেছি। আমার খেলোয়াড়দের সেটা তিন দিন আগেই জানিয়েছি। কিন্তু ওই চার ধরনের মধ্যে আমরা দুই মুভমেন্ট থেকেই দুই গোল খেলাম। ভার্ডি ঠিকই দুই সেন্ট্রাল ডিফেন্ডারের মাঝ দিয়ে চলে গেল। মাহরেজ বক্সে ওয়ান-অন-ওয়ান পেয়ে গেলো। অথচ আমি চেয়েছিলাম সেখানে ওর সঙ্গে দুজন থাকুক। এখন মনে হচ্ছে, আমার কাজের সঙ্গে কেউ (খেলোয়াড়রা) বিশ্বাসঘাতকতা করেছে।’ ২৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে