রবিবার, ২৬ মে, ২০১৯, ১২:১৫:৩২

‘কাটার’ কাজ না করলে অন্য ডেলিভারিও তো আছে : মুস্তাফিজ

‘কাটার’ কাজ না করলে অন্য ডেলিভারিও তো আছে : মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : এবারের আলোচনায় মুস্তাফিজ নিয়মিত যে মুস্তাফিজ আর আগের সেই মুস্তাফিজ আছেন কি না! অস্ত্রোপচারের পর আগের সেই উজ্জ্বলতায় মুস্তাফিজকে আমরা এখনো পাইনি’—বাংলাদেশ দলের ফাস্ট বোলিং কোচ কোর্টনি ওয়ালশ যখন বলেন এই কথা, তখন তাঁকে নিয়ে আলোচনা সরগরম হয় আরো। মুস্তাফিজ নিজেও হাসতে হাসতে বলেন, ‘অস্ত্রোপচারের আগে যে রকম উইকেটে খেলেছি, সে রকম উইকেট এখন না পেলে কী করব?’তাঁর কাটার তো বেশি কার্যকর উপমহাদেশের উইকেটেই, যেখানে বল গ্রিপ করে।

সম্প্রতি সংবাদমাধ্যমকে মুস্তাফিজ জানালেন ভিন্ন কথা। তিনি বলেন,‘কাটার’ কাজ না করলে অন্য ডেলিভারিও তো আছে, নাকি?

ইংল্যান্ড বিশ্বকাপে তেমন উইকেট পাওয়ার সম্ভাবনা নেই বলে মুস্তাফিজের চ্যালেঞ্জও বেড়েছে। তা ছাড়া প্রতিপক্ষের টিম অ্যানালিস্টের তাঁকে নিয়ে কাটাছেঁড়ারও অবশিষ্ট নেই আর কিছু। এর মধ্যেও বিশ্বকাপে সফল হওয়ার চ্যালেঞ্জটি সানন্দেই নিচ্ছেন মুস্তাফিজ, ‘একদম নতুন যে খেলে, তার জন্য পারফরম করা সহজ হয়। যার বেশি দিন হয়ে যায়, তার জন্য কঠিন। এখন তো আধুনিক যুগ। অভিষেকের সময় প্রতিপক্ষের কাছে আমার কোনো ভিডিও ছিল না। এখন ভিডিও বিশ্লেষণ করে সব বের করে ফেলে। চাইলেই তাই ৫-৬টি উইকেট হয় না সহজে। দুনিয়া এখন অনেক কঠিন হয়ে গেছে। তবে এই কঠিনের মধ্যেই ভালো করার চ্যালেঞ্জ আমাকে আরো অনুপ্রাণিত করছে।’ বদলে যাওয়া সেই দুনিয়া মাত করার চ্যালেঞ্জ নিয়েই এবারের বিশ্বকাপে মুস্তাফিজ!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে