বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫৮:৩৬

‘মেসি নয় নেইমারকে বাদ দিতে হবে’

‘মেসি নয় নেইমারকে বাদ দিতে হবে’

স্পোর্টস ডেস্ক: অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল। বৃহস্পতিবার জাপানের ইয়োকোহামায় এই ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা ও এশিয়ান চ্যাম্পিয়ন গুয়াংঝু এভারগ্রান্ডে মুখোমুখি হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বার্সা কোচ লুই এনরিক। নেইমারের কুঁচকির ইনজুরি এখনো পুরো সারেনি বলেই তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন পর্যন্ত যা অবস্থা তাতে ব্রাজিল অধিনায়ক নেইমার খেলতে পারেন ফাইনালে। তবে আগে ফাইনালে উঠতে হবে বার্সেলোনাকে। গুয়াংঝুর কোচ ব্রাজিলের সাবেক কোচ লুই ফেলিপে স্কলারি। তিনি জানেন, নেইমার ছাড়াও বিপজ্জনক দল বার্সা। তবে নেইমার শতভাগ ফিট না হলে তার কথা মাথায় আনতে রাজি না এনরিক। বার্সা কোচ বলেছেন, ‘নেইমার সেরে উঠছে। তাকে অনুশীলনে দেখছেন না মানে সে সেরে উঠছে না, তা নয়। নেইমারের মতো খেলোয়াড়কে ইনজুরি নিয়ে খেলানোর ঝুঁকি নেয়ার পক্ষে আমি না। আমি নেইমারকে ওই ম্যাচে বাদ দেবঅ’ তাহলে ফাইনালে? এনরিক বলেছেন, "অপেক্ষা করে দেখতে হবে সে খেলতে পারে কি না। ফাইনালে খেলার আগে আমাদের তো সেমিফাইনালে জিততে হবে।" অনেকে ধরে নিচ্ছেন চাইনিজ দলটির বিপক্ষে সহজেই জিতবে তারকাখচিত লিওনেল মেসিদের বার্সেলোনা। কিন্তু এনরিক তেমনটা ভাবছেন না। চাইনিজ সুপার লিগ জেতা দলটিকে নিয়ে সতর্ক তিনি। বলেছেন, "আমার মনে হয় না গুয়াংঝুর বিপক্ষে ম্যাচটা সহজ হবে। কোনো কিছু নিশ্চিত বলে ধরে নিচ্ছি না আমরা। এই প্রতিযোগিতায় আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এমন ভুল ভাবনা ভাবতে পারবো না। গুয়াংঝু দলকে বিশ্লেষন করে দেখেছি। বল পায়ে খুবই ভালো তারা।" ১৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে