বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৪:৪২

কাজটি জাদেজার জন্য মোটেই সহজ নয়

কাজটি জাদেজার জন্য মোটেই সহজ নয়

স্পোর্টস ডেস্ক: ভারতের জাতীয় ক্রিকেট দল বর্তমানে দুই জন স্পিনার চালিয়ে নিচ্ছেন। একজন হলেন রবিচন্দ্র অশ্বিন অন্যজন রবীন্দ্র জাদেজা। আইপিএলও তারা একই দলে খেলেছেন। চেন্নাই সুপারকিংসের হয়ে তাদের নেতৃত্ব দিয়েছেন মাহিন্দ্র সিং ধোনি। তবে চেন্নায় নিষিদ্ধ হওয়ায় নতুন ফ্র্যাঞ্চাইজি এসে ধোনি ও রবীন্দ্র জাদেজার বিচ্ছেদ ঘটেছে। তাদের আর একদলে দেখা যাবে না। বরং তারা এখন দু’ জনে প্রতিপক্ষ। ধোনির মতো বিগ হিটারের বিরুদ্ধে বল করতে হবে জাদেজাকে। রাঁচির রাজপুত্রকে শান্ত রাখতে হবে। কাজটা খুবই কঠিন। জাদেজা কী মনে করছেন? বাঁ হাতি স্পিনারকে প্রশ্ন ছুড়ে দেওয়া হলে তিনি বলছেন, ‘‘ধোনির বিরুদ্ধে বল করা সব সময়ই চ্যালেঞ্জ।’’ ড্রাফটের ফলে ধোনি চলে এসেছেন পুণেতে। আর জাদেজা রাজকোটে। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময়ে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে জাদেজার হাতে বল তুলে দিতেন ধোনি। আর জাদেজাও ভেলকি দেখাতেন। এবার আর সেটা হবে না। বরং ধোনিকে ব্যাট হাতে শান্ত করতে হবে জাদেজাকে। জাদেজা বলছেন, ‘‘ধোনিকে বল করা রীতিমতো চ্যালে়ঞ্জের। বিশেষ করে সংক্ষিপ্ত ফরম্যাটে। ফিনিশার হিসেবে ধোনি সবার থেকে এগিয়ে। কিন্তু আমি নিজের সেরাটা দেব।’’ রাজকোটের ছেলে জাদেজা। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। তাঁর ভিতরেও আবেগের ধারা। জাদেজা বলছেন, ‘‘এটা অন্যরকমের অনুভূতি। একে ব্যাখ্যা করা সম্ভব নয়। এবারের আইপিএলে ভাল করার ব্যাপারে আমি আশাবাদী।’’ ১৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে