বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ১০:১১:৪২

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিলেন ব্রাভো

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিলেন ব্রাভো

ঢাকা: মাইকেল হোল্ডিং, ভিভ রিচার্ডস, অ্যান্ডি রবার্টস, স্যার গ্যারি সোবার্স, কার্টলি অ্যামব্রোস, ব্রায়ান লারাদের মতো কিংবদন্তী ক্রিকেটারের জন্ম ওয়েস্ট ইন্ডিজে। একটা সময় ছিল যখন ওয়েস্ট ইন্ডিজের সামনে কোন দলই দাঁড়াতে পারতো না। অথচ সেই দলই এখন প্রতিটি ম্যাচেই খাবি খাচ্ছে। অস্ট্রেলিয়ার তরুণ দলের সঙ্গে হোবার্ট টেস্টে ইনিংস এবং ২১২ রানের বিশাল ব্যবধানে হেরেছে। অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন তো উইন্ডিজের এই অবস্থা মানতেই পারছে না। তিনি মনে করেন, ক্রিকেটের স্বার্থেই উইন্ডিজের এখান থেকে বের হওয়া উচিৎ। আসলে তার মতো কোন ক্যারিবীয়ন সমর্থকই দলের ভঙ্গুর চেহারা দেখতে চায় না। নিজের দেশের জঘন্য পারফরম্যান্স মেনে নিতে পারছেন না অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোও। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সঙ্গে ক্রিকেটারদের চুক্তি নিয়ে ঝামেলার কারণে ভারতে সিরিজের মাঝপথে নিজেদের প্রত্যাহার করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এজন্য তখনকার অধিনায়ক ব্রাভোকে দল থেকে বাদ পড়তে হয়েছিল। শুধু তাই নয়, তার মতো একজন বড় মাপের অলরাউন্ডারকে বিশ্বকাপের দল থেকে বাদ দিতেও এতটুকু দ্বিধা করেনি উইন্ডিজ বোর্ড। ব্রাভো উইন্ডিজের বর্তমান দুর্দশার জন্য দায়ী করছেন বোর্ডকে। তার মতে ,‘মাত্রাতিরিক্ত রাজনীতি আমাদের ক্রিকেটকে খুন করেছে। বিশ্বের সেরা হওয়ার মতো আমাদের খেলোয়াড় আছে।’ বিগব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে ব্রাভো এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন। তিনি দলে সতীর্থ হিসেবে পেয়েছেন ক্রিস গেইলকে। ব্রাভো মনে করেন, ওয়েস্ট ইন্ডিজের উন্নতির আগে বোর্ডের কর্তাদের মানসিকতার পরিবর্তন হওয়া দরকার,‘ যারা দায়িত্বে রয়েছেন তাদের নিজেদের দিকে তাকানো প্রয়োজন। আমাদের কোন মাঠ নেই, ভালো নেট কিংবা একাডেমি নেই। এসবই আমাদের পতনের মূল।’ ১৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে