বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ১০:২৮:০৭

গুগলের রেকর্ড তালিকায় বাংলাদেশের তিন ক্রিকেটার

গুগলের রেকর্ড তালিকায় বাংলাদেশের তিন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: হয়ে মাত্র ১৯ বছর। খেলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। চলতি বছর পাকিস্তানের বিপক্ষে ঘরে মাঠে অভিষেকের পরথেকে একে পর এক রেকর্ড করে চলছেন টাইগার দলের কাটার বয় মুস্তাফিজুর রহমান। সেই অভিষেক থেকে বিশ্ব উঠে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে সাতক্ষীরার এই ছেলেটির নাম। বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী এ টাইগারের মুখখানা শুধু এক পলক দেখার জন্য টিভির পর্দা কিংবা গুগল সার্চ ইঞ্জিনকে বেছে নিয়েছে ক্রিকেটভক্তরা।। মুস্তাফিজ শুধু আমাদের অহংকার নয়, আমাদের অহংকার রয়েছেন আরো দুই পেসার তাসকিন আহমেদ এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই তিন টাইগার এবার রেকর্ড করেছেন গুগল সার্চ ইঞ্জিনের তালিকায়। গুগল সার্চ ইঞ্জিনে ২০১৫ সালে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা বোলার মুস্তাফিজুর রহমানকে। এরপর তাসকিন আহমেদ ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১৬ ডিসেম্বর,২০১৪/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে