বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ১০:৩৭:০০

ধোনি ভক্তদের সুখবর দিল বিসিসিআই

ধোনি ভক্তদের সুখবর দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শেষ করার পর ধোনিদের পরবর্তী মিশন অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়া সফরের জন্য শনিবার ভারতীয় দল ঘোষণা করা হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রল বোর্ড। সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি দল ঘোষণা করবেন৷ ২০১৬ জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় পাঁচটি ওয়ান ডে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া৷ বোর্ড সুত্রের খবর, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ও টি-২০ সিরিজ হারলেও অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক হিসেবে মাহিন্দ্র সিং ধোনিই থাকছেন। দু’বারের বিশ্বকাপজয়ী অধিনায়কের কাঁধেই ভরসা রাখছে বোর্ড৷ টি-২০ বিশ্বকাপের ঠিক আগেই ধোনিকে সরিয়ে বিরাট কোহলিকে সীমিত ওভারের দায়িত্ব দেওয়ার পক্ষপাতী নন মনোহরের বোর্ড৷ ধোনির নেতৃত্ব ঘরের মাঠে ভারত প্রথমবার প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হারলেও বিরাটের নেতৃত্বে চার টেস্টের সিরিজ ৩-০ জিতে নেয় টিম ইন্ডিয়া৷ টেস্টের পাশাপাশি ওয়ান ডে ও টি-২০ ফর্মেটেও ধোনিকে সরিয়ে বিরাটের কাঁধে নেতৃত্ব তুলে দেওয়ার পক্ষে অনেক প্রাক্তন ক্রিকেটার সুর তুললেও এখনই সেই রাস্তায় হাঁটতে চায় না বিসিসিআই৷ অস্ট্রেলিয়া সফরে ১২-৩১ জানুয়ারি ভারত পাঁচটি ওয়ান ডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে৷ ওয়ান ডে ম্যাচ গুলি হবে যথাক্রমে পারথ, ব্রিসবেন, মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি এবং টি-২০ ম্যাচ গুলি হবে যথাক্রমে অ্যাডিলেড, মেলবোর্ন এবং সিডনি৷ ১৬ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে