বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫, ১১:১৪:১১

একটি ম্যাচ হারলেই রিয়ালের হেড মাস্টার জিদান

একটি ম্যাচ হারলেই রিয়ালের হেড মাস্টার জিদান

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের কোচের চেয়ার হয়তো ছাড়তে হবে রাফায়েল বেনিতেজকে। নিজেকে প্রমাণ করার জন্য আর একটি ম্যাচ হাতে পাচ্ছেন বেনিতেজ। আর সেই ম্যাচে যদি তিনি ব্যর্থ হন, তা হলেই সরে যেতে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর হেড মাস্টারকে। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে খুঁজে নিতে হবে নতুন কোচ। কে হবেন তা হলে নতুন কোচ? শোনা যাচ্ছে, বেনিতেজ যদি ব্যর্থ হন, তা হলে তাঁর জায়গায় রিয়ালের কোচ হিসেবে দেখা যাবে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানকে। বড়দিনের আগে আর একটিই ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের। ২০ ডিসেম্বর ঘরের মাঠে রিয়ালের সামনে রায়ো ভায়েকানো। সেই ম্যাচে হেরে গেলেই বিদায় বেনিতেজ। রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও মনস্থির করে ফেলেছেন। বেনিতেজের জায়গায় তিনি বসাবেন জিদানকেই। এল ক্লাসিকোয় বার্সেলোনা নাককান মুলে চার গোল দিয়েছিল রিয়ালকে। তার পরই বেনিতেজকে সরানোর গুঞ্জন শোনা গিয়েছিল। সেই সময়ে পেরেজ কিন্তু বেনিতেজের পাশেই দাঁড়িয়েছিলেন। এবার কিন্তু রিয়াল প্রেসিডেন্টকে পাশে পাচ্ছেন না বেনিতেজ। ব্যর্থ হলেই সরে যেতে হবে তাঁকে। আসবেন জিদান। রোনালদোর নতুন হেড মাস্টার। ১৬ ডিসেম্বর,২০১৪/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে