বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ১২:৩৩:৩৩

নেতৃত্ব নিয়ে ভাবছেন না কোহলি!

নেতৃত্ব নিয়ে ভাবছেন না কোহলি!

স্পোর্টস ডেস্ক : ভারতের টেস্ট দলের দায়িত্ব পেয়ে ছবিটা বদলে দিয়েছেন৷ তার অধিনায়কত্বে পরপর দুটো টেস্ট সিরিজ জিতেছে ভারত৷ বিরাট কোহলির কাঁধে একদিনের নেতৃত্ব তুলে দেওয়ার সময় কি এসে গিয়েছে? কোহলি নিজে এমন কিছু ভাবতেই নারাজ৷ কোহলি বলছেন, ‘কখনও ভাবিনি একদিন ভারতের টেস্ট দলের অধিনায়ক হব৷ কোনও দায়িত্ব আমায় দেওয়া হলে তা যথাযত ভাবে পালন করার চেষ্টা করি৷ শুরুর দিন থেকেই কোনও নির্দিষ্ট বিষয় মাথায় রেখে চলিনি৷ যে সমস্যা সামনে আসে, সেটারই সমাধান খোঁজার চেষ্টা করি৷’ ব্যাটসম্যান হিসাবে গত এক বছরে নানা চড়াই-উৎরাই দেখেছেন কোহলি৷ নিজের ব্যাটিং নিয়ে তার বি‌শ্লেষণ, ‘২০১৪ ইংল্যান্ড সফরে একেবারেই রান পাইনি৷ তবে এখন নিজের ব্যাটিং সম্পর্কে খুঁটিনাটি জানি৷ জানি, কীভাবে ফোকাস ধরে রাখতে হয়, কঠিন সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে হয়৷ ব্যাটসম্যান হিসেবে মানসিকভাবে অনেক বদলেছি৷ টেকনিক্যালিও আমার খেলায় কিছু পরিবর্তন করতে হয়েছে৷ আন্তর্জাতিক স্তরে বোলাররা আপনাকে আউট করতে নতুন কোনও না কোনও পথ খুঁজে বের করবেই৷ তাই ছোটখাট পরিবর্তন দরকার৷’ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে বোলাররা কি একটু বেশিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? কোহলির উত্তর, ‘না, আমার তা মনে হয় না৷ আগেও বলেছি, আমাদের দলের চার ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালই রান পেয়েছে৷ বিপক্ষের তুলনায় আমরা ভাল খেলেছি বলেই জিতেছি৷’ ১৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে