বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০১:০০:৪৯

ওর কথাগুলো দারুণ কাজে লেগেছে : অলক কাপালি

ওর কথাগুলো দারুণ কাজে লেগেছে : অলক কাপালি

স্পোর্টস ডেস্ক : অলক কাপালি বাংলাদেশের ক্রিকেটের একটি আক্ষেপের, হাহাকারের নাম। বাংলাদেশের ক্রিকেটে হারিয়ে যাওয়া বা উপেক্ষিত একজন যেন। জাতীয় দলের মতই এবারের বিপিএলে দর্শক হয়েই থাকার কথা ছিল অলক কাপালির। বিপিএলের প্লেয়ার্স বাই চয়েজ-এ উপেক্ষিত থাকায় ভেঙে পড়েছিলেন। তখন মাশরাফি কুমিল্লা দলকে অনুরোধ করেছিলেন অলককে নিতে। বিপিএলের ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলার পর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রতি কৃতজ্ঞতা জানালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান অলক কাপালি। সেই অলকই শেষ পর্যন্ত ফাইনালে কুমিল্লার জয়ে নায়ক। আড়াল ছেড়ে দীর্ঘদিন পর পাদপ্রদীপের আলোয়। তবে ভুলে যাননি দু:সময়ের ত্রাতাকে। ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে বন্ধু-অধিনায়ককে প্রাপ্য কৃতিত্বটা দিতে ভুল করেননি অলক। “আমি অনেক সময়ই আপসেট ছিলাম। ভালো খেলতে পারছিলাম না। মাশরাফি সবসময়ই পাশে ছিল, সমর্থন করেছে। সবসময় বলেছে, ‘তুই পারবি, তোর ভেতর সেই জিনিসটা আছে’ ওর কথাগুলো আমার দারুণ কাজে লেগেছে।” ১৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে