বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০১:২৩:২৭

মাশরাফি এই দলটাকে পূর্ণতা দিয়েছেন : নাফিসা

মাশরাফি এই দলটাকে পূর্ণতা দিয়েছেন : নাফিসা

নাফিসা কামাল : আমাদেরকে এত ভালবাসা ও সমর্থন দেওয়ার জন্য এই জয় কুমিল্লার মানুষের প্রতি উৎসর্গ করতে চাই। আমি বলেছিলাম আমার যাত্রা শুরু হয়েছে কুমিল্লা থেকে, এখন আমি সবচেয়ে খুশি মানুষ কারণ আমি শিরোপা জিতেই কুমিল্লা ফিরে যাচ্ছি। দ্বিতীয়ত আমি এই শিরোপা আমার বাবাকে উৎসর্গ করতে চাই, কেননা এই বিপিএল'ই আমার বাবাকে আবারও ক্রিকেট মাঠে ফিরিয়ে এনেছে। বিসিবি এবং আইসিসি থেকে সরে যাওয়ার পর আমি চেয়েছিলাম, তিনি যাতে আবারও ক্রিকেট মাঠে আসতে পারেন। এবং ক্রিকেটের প্রতি আরো অবদান রাখতে পারেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যাত্রা সহজ ছিল না। ফ্র্যাঞ্চাইজি পেতে আমাদেরকে লড়াই করতে হয়েছে। প্রতি ধাপে-ধাপে নিয়মিত লড়াই করে আমরা তা জয় করেছি। পরবর্তীতে কোচ, ম্যানেজার এবং দলের ক্রিকেটারদের অসাধারণ পারফরম্যান্সে আসরের শীর্ষ দলে পরিণত হতে সক্ষম হয়েছি। বিশেষভাবে মাশরাফি এই দলটাকে পূর্ণতা দিয়েছেন। তিনি দলটাকে পরিবার করে গড়ে তুলেছেন। তিনি মাঠে এবং মাঠের বাইরে সকলকে উজ্জীবিত করে রেখেছেন, খেলার আগে তিনি বলেছিলেন যে শিরোপা হাতে নিয়েই আসর ত্যাগ করবেন। তার ত্যাগ, পরিশ্রমের জন্য তাকে আমার অন্তঃস্থল থেকে কৃ্তজ্ঞতা জানাই। আমার কাছে দলের সবাই প্রতিজ্ঞা করেছিল নিষ্ঠা ও সততার সাথে মাঠে লড়াই করে আমাদের শীর্ষে নিয়ে যাবে। আমাকে এবং আমার দলকে এত ভালবাসা ও সম্মান দেওয়ার জন্য দলের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। লেখক : চেয়ারম্যান, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে