বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ১০:৪১:৫৪

‘ক্রিকেট নিয়ে রাজনৈতির কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি’

‘ক্রিকেট নিয়ে রাজনৈতির কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি’

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট নিয়েও রাজনীতি। খেলোয়াড় দলে নেয়ার দিক থেকে সামনে আনা হয় রাজনৈতিক প্রসঙ্গ বলে গুরুতর অভিযোগ। ‘রাজনীতির বিবেচনায় ক্রিকেটার নেয়ায় আমাদের ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে’এমন আকুতি এক বড় তারকার। ক্ষুব্ধ দলনেতার ভাষ্য, অনেক প্রতিভা থাকলেও তাদের কোনো মূল্যায়ন করা হয় না। দিব্যি দলের বাইরে থাকছে ভালো ক্রিকেটাররা। আর এর মাসুল দিতে হচ্ছে আমাদেরকেই। ক্রিস গেইলের সতীর্থ ও সাবেক অধিনায়ক ডোয়াইন ব্রাভো বলেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অবস্থা ভাল নয়। রাজনীতির জন্য আমাদের ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে। তিনি বলেন, আমাদের দেশে প্রতিভার অভাব নেই। বিশ্বের সেরা প্রতিভারা রয়েছে। যাঁরা দায়িত্বে রয়েছে তাঁদের দেখা উচিত। পরে তিনি বলেন, অনুশীলনের যথেষ্ঠ সুযোগ নেই আমাদের। অ্যাকাডেমির স্বল্পতা তো রয়েছেই। ব্রাভো বলেন, আমাদের দেশের ক্রিকেটে বোর্ডে অসৎ রাজনৈতিক লোকের ছড়াছ়ড়িতে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। বোর্ডে সততা দরকার বলে মনে করেন ব্রাভো। ব্রাভো আক্ষেপ করে বলেন, ওয়েস্ট ইন্ডিজের যে অতীত গৌরব ছিল সেটি এখন আর নেই। একে একে শেষ হয়ে যাচ্ছে এই দেশটির ক্রিকেট। প্রসঙ্গত, ব্রাভোর বক্তব্যর কিছুটা মিলতো রয়েছেই। গেইলও এর আগে দেশটির ক্রিকেট বোর্ডের প্রকাশ্য সমালোচনা করেন। পরে শাস্তি দেয়া হয় তাকে। ওয়েস্ট ইন্ডিজের কোচও মুখ খুলে দায়িত্ব হারান। এ নিয়ে হয় অনেক নাটক যা হয়তো সবাই জেনে থাকার কথা। ২০১৫ বিপিএলে ক্যারিবীয়ান ক্রিকেটারদের দাপট কম ছিল না। গেইল, লুইচ, কেভিন, মারলনসহ অনেকেই বিপিএলকে করেছেন উপভোগ্য। কিন্তু এরাই যদি থাকেন জাতীয় দলে উপেক্ষিত তবে প্রশ্ন তো থেকেই যায়। অস্ট্রেলিয়াড় কাছে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। এটাই নয়, এখানেও ২১২ রানের ব্যবধানে হেরে যায় ক্যারিবীয়রা। এই হার মেনে নিতে পারছেন না ব্রাভো। ১৭ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে