বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৭:৩৪

মাশরাফিকে বোলিংয়ে নিষেধ করেছিল কুমিল্লার মালিক পক্ষ

মাশরাফিকে বোলিংয়ে নিষেধ করেছিল কুমিল্লার মালিক পক্ষ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) তৃতীয় আসরে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করলো মাশরাফি বিন মুর্তজা। গত দুই আসরে তারই নেতৃত্বাধীন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের শিরোপা জিতে। আর ব্যাক্তিগতভাবে টানা তিনবার শিরোপায় চুমো দেয়ার স্বাদ পেলেন মাশরাফি। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে বিপিএল তৃতীয় আসরের পুরো সময় জুড়ে ইনজুরির সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল তাকে। তাই কয়েকটি ম্যাচে বল করেননি তিনি। আর বল করার ব্যাপারে চাপ ছিলো না মালিকপক্ষ থেকেও। উল্টো তাকে নিষেধ করা হয়েছে। মালিক পক্ষ চেয়েছিল মাশরাফি শুধু মাঠে দাঁড়িয়ে থাকুক। তাকে শুধু নেতৃত্ব দিলেই চলবে। কিন্তু একজন যোদ্ধা পক্ষে তো আর ময়দানে চুপসে দাঁড়িয়ে যুদ্ধ দেখার প্রশ্নই আসে না। দলের পরিস্থিতি বুঝে বল হাতে নিয়ে বল করেছেন তিনি। এ ব্যাপারে দেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকাকে মাশরাফি বলেছেন, ‘আমার চোটাঘাত নিয়ে অনেক যত্নশীল ছিল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ,এরকম সচরাচর দেখা যায় না। কিন্তু নিজের কাছে মনে হচ্ছিল,আমি যেভাবে বোলিং করছি ওইটুকু করে দিলেও দল অনেক এগিয়ে যাবে। কোচের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম,অন্তত দুটি ওভার করব। যখন দেখলাম,ছোট রানআপে সমস্যা হচ্ছে না,তখন চার ওভারও করে ফেলেছি।সে কারণেই শেষের ২-৩টি ম্যাচে বোলিং করা।’ তবে এই সিদ্ধান্তটাও একান্তই মাশরাফির ছিল। ‘এটা একেবারেই আমার সিদ্ধান্ত। কোচ সালাউদ্দিন ভাই বা কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক পক্ষ থেকে কোনো চাপ ছিল না। উল্টো সেমিফাইনালে আমাকে বল করতে দেখে কামাল ভাই (ফ্র্যাঞ্চাইজির প্রধান উপদেষ্টা আ হ ম মুস্তফা কামাল) টিম ম্যানেজারকে ফোন করে বলেছেন, ‘ওকে বোলিং করতে নিষেধ করো।’ উনি শুধু চেয়েছেন আমি মাঠে দাঁড়িয়ে থাকি। আর কিছু করা লাগবে না।’ ১৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে