সোমবার, ১০ জুন, ২০১৯, ০৬:০৯:৪২

ও ফর্মে ফিরলে বিশ্বকাপে বিপজ্জনক দল হয়ে উঠবে বাংলাদেশ : হাথুরুসিংহে

ও ফর্মে ফিরলে বিশ্বকাপে বিপজ্জনক দল হয়ে উঠবে বাংলাদেশ : হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে খুব একটা ফর্মে নেই বাংলাদেশ দলের সেরা ওপেনার তামিম ইকবাল। তিন ম্যাচ খেলে মাত্র ৫৯ রান করেছেন তিনি। তার অফ ফর্ম ভাবাচ্ছে দলকে। তার ভালো খেলার উপর বাংলাদেশের টপ অর্ডারের পাশাপাশি গোটা দলের ব্যাটিং নির্ভর করছে।

আগামীকাল ১১ জুন বিশ্বকাপে নিজেদের চতুর্থম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচে মাঠে নামার আগে তামিমকে নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কান কোচ ও বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তামিম ফর্মে ফিরলে বাংলাদেশ দল বিশ্বকাপে বিপজ্জনক দল হয়ে উঠবে বলেই মনে করছেন হাথুরুসিংহে। তামিমের প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আমার এখনও মনে আছে, গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে কী ইনিংসটাই না খেলেছিল সে! আমি এখনও বিশ্বাস করি, তামিম যদি ফর্মে ফিরে আসে তাহলে এই বিশ্বকাপে বিপজ্জনক দল হয়ে উঠবে বাংলাদেশ দল।’

তিনি আরো বলেন, ‘জানি না তার কী হয়েছে, তবে গত কয়েকটি ম্যাচে তাকে যেন আগের মতো দেখতে পাওয়া যাচ্ছে না। আমি নিশ্চিত, তামিম তার এই ব্যাপারটি নিয়েও কাজ করছেন এবং কোচও তাকে এ ব্যাপারে সহযোগিতা করছেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে