মঙ্গলবার, ১১ জুন, ২০১৯, ১০:১৫:২২

বাংলাদেশকে ভারতের ছেলে বলে অপমান স্টার স্পোর্টসের

  বাংলাদেশকে ভারতের ছেলে বলে অপমান স্টার স্পোর্টসের

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শুরু থেকেই নানান রকমের বিজ্ঞাপন দিয়ে স্টার স্পোর্টস ভক্তদের মাঝে বিশ্বকাপের উত্তেজনা বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে। তবে স্টার স্পোর্টসের এইবারের ২০১৯ বিশ্বকাপের বেশিরভাগ বিজ্ঞাপনই দর্শক প্রত্যাখান করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিজ্ঞানপনের বাইরেও স্টার স্পোর্টস বিশ্বকাপে ভারত দলের খেলোয়াড়েদের বিদ্যালয়ের মাটি বিমানে করে ইংল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করেছে। তবে সেটিও দর্শকরা পছন্দ করেননি। অবাক হয়েছেন কীভাবে এটি করতে পারে তারা।

সবশেষ ভারত পাকিস্তান ম্যাচকে সামনে রেখে একটি বিতর্কিত স্লোগানের বিজ্ঞাপন রিলিজ করেছে তারা। সেখানে ভারতকে পাকিস্তানের পিতা হিসেবে বলা হয় সরাস‌রি। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশকেও পরোক্ষভাবে ভারতের ছেলে বলা হয় বিজ্ঞাপনটিতে।

বিজ্ঞাপনের শুরুতে দেখানো হয় বাংলাদেশ পাকিস্তানের ভাই। বাংলাদেশ পাকিস্তানকে বলছে ” ভাই সপ্তমবারের মতো বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছো, শুভকামনা “। তখন পাকিস্তান বাংলাদেশকে বলে “চেষ্টা করতে থাকা উচিত। চেষ্টা করলে জয় এক না এক সময় আসবেই, এমনটা বাবা বলতো “। তখন পাশ থেকে ভারত বলে উঠে “আমি এমনটা কখন বলেছি? ” বিজ্ঞাপনটিতে ভারতকে পাকিস্তানের পিতা ও বাংলাদেশকে দেখানো হয়েছে ভাই হিসেবে পাকিস্তানের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে