বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০২:০৩:৪১

মাশরাফিকে কিছু ট্রেনিং সারাজীবন করতে হবে

মাশরাফিকে কিছু ট্রেনিং সারাজীবন করতে হবে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুতে অনেকটা ফিট ছিলেন জাতীয় টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু তিন-চার ম্যাচ যেতে না যেতে চোট পান হ্যামস্ট্রিংয়ে। ফলে টুর্নামেন্টে তিন-চারটা ম্যাচে তাই বোলিং বাদ দিতে হল মাশরাফিকে। এর পর ডাক্তারের পরামর্শনুযায়ী চিতকিৎসা। যখন একটু ভালো অনুভব করার পরক্ষণে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে হঠাৎ বল হাতে নিলেন। সেদিন তার বোলিং করার কথা না থাকলেও ডলার মাহমুদ চোটে পড়ায় বাধ্য হয়েই প্রস্তুতি ছাড়া বল করেন মাশরাফি। এর পর যুঁকি নিয়ে ২, ১ ওভার এবং ফাইনাল ম্যাচে ৪ ওভার বল করলেন মাশরাফি। তবে মাশরাফি জানান, ‘খেলি আর না খেলি, স্বাভাবিক হাঁটা-চলার জন্যও আমাকে সারা জীবন কিছু ট্রেনিং করে যেতে হবে। আপাতত খেলা নেই। পরিবার নিয়ে দেশের বাইরে যাব ঘুরতে। তবে অপেক্ষায় আছি জিমে ফেরার। ওটা ছাড়া যে আমি অচল।’ সূত্র : প্রথম আলো। ১৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে