বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩৫:৩৩

৫ কারণে ক্রিকেট ছেড়ে দেয়ার হুমকি দিয়েছেন মিসবাহ- উইনুস

৫ কারণে ক্রিকেট ছেড়ে দেয়ার হুমকি দিয়েছেন মিসবাহ- উইনুস

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার হঠাৎ রেগে গেলেন পিসিবির প্রতি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কঠোর হুমকি দিয়েছেন তারা দুইজন। একই সাথে ক্রিকেট ছেড়ে দেয়ার কথাও জানান তারা। তাদের কন্ঠে ক্ষোভ আর ক্ষোভ। তাদের এই ক্ষোভের নানা কারণ রয়েছে। এক. পিএসএলে ৫ আইকন ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়েছে। এখানে নেই এই দুই ক্রিকেটার নাম। দুই. অন্যদিকে পাকিস্তানে এই দুই তারকার একটি আবদার পূরণ না করার পথে হাঁটছে পিসিবি। পিএসএলে দুই জনেই নিজ নিজ দলের অধিনায়ক হতে চান। কিন্তু আশার গুড়েবালির খবর কানে যাচ্ছে তাদের। আইকনদেরই অধিনায়ক করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই নিয়ে ক্ষোভ তাদের। অধিনায়ক না করা হলে ক্রিকেট ছাড়ার হুমকি দিয়েছেন তারা দুইজনেই। তিন. ২০১৬ বিশ্বকাপের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে মোহাম্মদ হাফিজের নাম ঘোষণা করা হয়। কিন্তু তাকেও কোনো টিমের অধিনায়ক করা হবে না। চার. প্রাক্তন পাক পেস বোলার সিকান্দারকে পিএসএলে কোচ নিয়োগ দেয় পিসিবি। এটা মেনে নিতে পারছেন না মিসবাহ উল হক ও ইউনুস খান। পাঁচ. ডিন জোন্সকে ম্যাচ-ফিক্সিং কান্ডে জড়িত থাকার সন্দেহে একসময় ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল এবং জোর করে অবসর নিতে বাধ্য করা হয়েছিল। আর তাকে ইসলামাবাদের কোচ হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। প্রসঙ্গত, পাকিস্তানের ক্রিকেট বোর্ড মিসবাহ ও উইনুসের দাবি উপেক্ষিত রাখলে তারা ক্রিকেট ছেড়ে দেবেন বলে কঠোর হুমকি দিয়েছেন। ১৭ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে