বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯, ১২:৫০:৩৬

ম্যাচ সেরার পুরস্কার এক ভক্তকে দিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার

ম্যাচ সেরার পুরস্কার এক ভক্তকে দিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: বুধবার (১২ জুন) পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। শতক করে দলকে জেতানোর দিনে ম্যাচ সেরার পুরস্কার উঠেছিল অজি তারকা ডেভিড ওয়ার্নারের হাতে। তবে পুরস্কারটি এক কিশোর ভক্তকে দিয়ে দিয়েছেন তিনি।

 টনটনে টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ। ভারতের বিপক্ষে ম্যাচে ধীর গতির ইনিংস নেতিবাচক সমালোচনার শিকার হওয়া ওয়ার্নার দারুণ ভাবে ফিরে আসেন পাকিস্তানের বিপক্ষে।

অধিনায়ক অ্যারণ ফিঞ্চকে নিয়ে ঝড়ো শুরু করেন ওয়ার্নার। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১৪৬ রান। শতকের আশা জাগিয়েও ৮২ রানে ফিরে গিয়েছিলেন ফিঞ্চ। তবে ওয়ার্নার ঠিকই বিশ্বকাপে তার তৃতীয় শতকটি তুলে নেন।

১১১ বলে ১০৭ রানের এক ঝলমলে এক ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার ম্যাচজয়ী ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ১টি ছয়ে। শাহিন শাহ আফ্রিদির বলে ইমাম-উল-হকের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে দলকে বড় সংগ্রহের পথে রেখে যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে