বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯, ১২:৫৩:৪১

চাকরি ছাড়বেন, তবু আইসিসির অন্যায় মেনে নিবেন না

চাকরি ছাড়বেন, তবু আইসিসির অন্যায় মেনে নিবেন না

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া-উইন্ডিজ ম্যাচে আম্পায়ারদের ভুল নিয়ে ধারাভাষ্যে কথা বলেছিলেন উইন্ডিজের লিজেন্ডারি ক্রিকেটার মাইকেল হোল্ডিং। তিনি ধারাভাষ্যে সরাসরি বলেছিলেন- আম্পায়ার জঘন্য সিদ্ধান্ত দিয়েছে উইন্ডিজের বিপক্ষে।

সেই ম্যাচে উইন্ডিজের ব্যাটসম্যানরা ৪বার রিভিউ নিয়ে বেঁচে যায়। গেইল নিজেই দু’বার রিভিউ নিয়ে বাঁচেন। তৃতীয়বারও বেঁচে যেতে পারতেন। তবে যে বলে আউট হন তার আগের বলটি যে নো বল ছিল তা আম্পায়ার খেয়ালই করেননি। তাই ফ্রি হিট বঞ্চিত হন গেইল। জয়ের বেশ কাছে গিয়েও ম্যাচটি হেরে যায় উইন্ডিজ।  এত বড় আসরে আম্পায়ারদের এই রকম ভুল দেখে চুপ থাকেননি দীর্ঘ বিরতির পর আইসিসি ইভেন্টে ধারাভাষ্য দিতে আসা হোল্ডিং।

তিনি সবসময় সত্য কথা বলতে পছন্দ করেন, কেউ তাকে সত্য কথায় বাধা দিলে তিনি ধারাভাষ্য দিতে চাননা। এই কারণে খুব কম সিরিজেই তাকে ধারাভাষ্য দিতে দেখা যায়। তবে আম্পায়ারের সমালোচনার পর তাকে আইসিসি থেকে সতর্ক করা হয় মেইল করে। আইসিসিকে এবার তাদের মেইলের বেশ কড়া জবাব দিলেন হোল্ডিং।

হোল্ডিং আইসিসিকে বলেন, “আইসিসির জন্যই আজ ধারাভাষ্যকাররা সত্য কথা বলতে ভয় পায়। আইসিসি সব জায়গায় তাদের লাগাম টেনে ধরতে চায়। আমাকে আপনারা সেই পথে নিতে পারবেন না।” হোল্ডিংকে দেওয়া আইসিসির মেইল ও আইসিসিকে দেওয়া হোল্ডিংয়ের উত্তর ইতোমধ্যে ভারতের জনপ্রিয় মিডিয়া টাইমস অফ ইন্ডিয়া খোলাসা করেছে।

হোল্ডিং তার উত্তরে আইসিসিকে বলেন, “যদি সেই আম্পায়াররা ফিফার অফিসিয়াল হতো তাহলে তাদের ব্যাগ গুছিয়ে বাসায় ফিরে যেতে বলা হতো। তাদেরকে ভবিষ্যতে কোন বিশ্বকাপে আম্পায়ারিংয়ে দেখা যেতো না। একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমার দায়িত্ব এইটুকু বলা। ক্রিকেটের সংস্থার উচিত তাদের মান আরো উন্নত করা। আম্পায়ারদের বাচাতে আপনি খেলার মান নিয়ে চুপ থাকবেন?”

আইসিসিকে হোল্ডিং আরো বলেন, “দয়া করে জানান আমার বাড়ি ফিরে যাওয়া উচিত কিনা? কারন এই অবস্থায় আমি কাজ করতে পারবোনা। আপনারা যা বলছেন তার সাথে আমি একমত নই ও এর অংশ হতে পারবো না ।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে