বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৭:২৯

৬১, ৭৬০ রান ও ১৯৯ টি সেঞ্চুরির একমাত্র মালিক যিনি

৬১, ৭৬০ রান ও ১৯৯ টি সেঞ্চুরির একমাত্র মালিক যিনি

স্পোর্টস ডেস্ক : বছর তিন আগে ১৬ ডিসেম্বরের পর দিল্লিসহ জ্বলে উঠেছিল গোটা ভারত। নির্ভয়া কাণ্ডের জন্যও সবার মধ্যেমণি হন ক্রিকেটের এক প্রাণ পুরুষ। ৬১, ৭৬০ রান ও ১৯৯ টি সেঞ্চুরির একমাত্র মালিক কেবল তিনিই। ভারতীয় মিডিয়া জি নিউজের ভাষ্য, ওইদিন আমাদের প্রতিবেশী বাংলাদেশের বিজয় দিবসও বটে। কিন্তু আজকের দিনটা ক্রিকেটের জন্য যে খুবই প্রাসঙ্গিক। তার কারণ, ১৬ ডিসেম্বর জন্ম নেয়া মানুষটার থেকে ফার্স্ট ক্লাশ ক্রিকেটে আর কেউ বেশি রান করতে পারেনি। আর সেঞ্চুরি করার তো কোনও প্রশ্নই নেই। ভাবছেন এত বড় কথা! হ্যাঁ, এত বড় কথাই। কারণ, মানুষটার নাম জ্যাক হবস। এই ইংরেজ ক্রিকেটার ফার্স্ট ক্লাশ ক্রিকেটে কত রান করেছেন জানেন? হ্যাঁ, একষট্টি হাজার সাতশো ষাট! আর তাঁর সেঞ্চুরির সংখ্যা? ১৯৯! প্রায় সেঞ্চুরির ডাবল সেঞ্চুরি করে বসেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটেও তিনি ৬১ টেস্টে ৫,৪১০ রান করেছিলেন। আর সেখানেও তার সেঞ্চুরির সংখ্যা ১৫। জ্যাক হবস মারা গিয়েছেন ৪২ বছর আগে। কিন্তু আজও তিনি কতটা প্রভাব বিস্তার করে বসে রয়েছেন ক্রিকেট আঙিনায়, তা কি আর ওই পরিসংখ্যানগুলো দেওয়ার পর বলার অপেক্ষা রাখে।-জি নিউজ ১৫ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে