বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৪:১০:১০

বিপিএলে বাউন্ডারি হাঁকিয়ে শীর্ষে যে বাংলাদেশি

 বিপিএলে বাউন্ডারি হাঁকিয়ে শীর্ষে যে বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক: ছোট-খাট শটে খুচরা রানের জন্যে টেস্ট খেলুড়ের ‘ট্রেডমার্কটা’ ভালোভাবেই ঝেঁকে বসেছিল বাংলাদেশি এক ক্রিকেটারের নামের পাশে। অনেকের অভিযোগ স্বল্প আসরের ম্যাচ টি২০ এর সাথে একেবারে যায় না তার নাম। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতে ঘোষনা দিয়েছিলেন টি২০ কাকে বলে দেখিয়ে দিবেন এবার। এই তিনি কে? নিশ্চয় কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন। বলছি ইমরুল কায়েসের কথা। পুরো টুর্নামেন্ট জুড়ে বাউন্ডারিতে মাতিয়ে রেখেছিলেন মাঠের দর্শকদের। বিপিএল ৩ এ সর্বাধিক বাউন্ডারি হাঁকিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ উদ্বোধনী ব্যাটসম্যান। মঙ্গলবার শেষ হওয়া বিপিএলের তৃতীয় আসরে মোট ৪২ বার সীমানার বাইরে বল পাঠিয়েছেন ইমরুল। এর মাঝে চারের সংখ্যা ৩২টি এবং ছয় ছিল ১০টি। ১২ ইনিংস ব্যাট করে ৩১২ রান সংগ্রহ করেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। যার শতকরা ৬০ দশমিক ২৬ ভাগ রান এসেছে সিমানা পার করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, টুর্নামেন্টে সর্বাধিক তিন বার শুন্য রানে আউট হয়েছেন এই ব্যাটসম্যানই। এই তালিকায় ইমরুলের পরেই অবস্থান করেছেন চিটাগাং ভাইকিংসের তিলকারাত্নে দিলশান । ইমরুলের চেয়ে মাত্র একটি চার কম মেরেছেন এই লঙ্কান। ১৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে