বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৪:২৯:৫৯

বিশ্বকাপের সেই ঘটনায় ভারতকে জরিমানা করেছে আইসিসি

বিশ্বকাপের সেই ঘটনায় ভারতকে জরিমানা করেছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : ২০১৫ বিশ্বকাপের সময় একটি একটি আলোচিত ঘটনার সৃষ্টি হয়। ভারতীয় ক্রিকেটার এই ঘটনার পরোক্ষ নায়ক। আসর শেষ হওয়ার আট মাস পর হলেও এ জন্য জরিমানা গুনতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ওই ঘটনার জন্য ২.৪ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। বিশ্বকাপে ১৫ সদস্যের ভারতীয় দলের বাইরে রাখা হয় ধাওয়াল কুলকার্নিকে। কিন্তু সফরের সময় কোহলিদের সাথে ছিলেন তিনি। নিয়ম ভঙ্গ করার শাস্তি হিসাবে এখন জরিমানা করেছে আইসিসি। একজন অতিরিক্ত ক্রিকেটারের বিমান খরচ, থাকা-খাওয়া বাবদ বড় অঙ্কের খরচ বহন করে আইসিসি। এই হিসাব এখন গুনতে হয়েছে ভারতকে। তাই এখন জরিমানা হিসাবে ওই ক্ষতি পূরণ দিতে হয়েছে ভারতকে। ১৭ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে