বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫২:৪৯

মেসির ভয়ংকর অসুখ ধরা পড়েছে

মেসির ভয়ংকর অসুখ ধরা পড়েছে

স্পোর্টস ডেস্ক: মাত্র কয়েক দিন আগে ইনজুরি কাটিয়ে দলে নিয়মিত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্লাব বার্সার হয়ে ফিরে শেষ তিন ম্যাচে গোলেরও দেখা পেয়েছেন তিনি। কিন্তু এরই মধ্যে হঠাৎ শোনা গেল আরো একটি দুঃসংবাদ। আর্জেন্টাইন এই খেলোয়াড়ের কিডনিতে পাথর ধরা পড়েছে। আর এই কারণে আজ জাপানের ইয়োকোহামায় অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলা হচ্ছে না তারা। তার এই বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব বার্সেলোনা । কাতালান ক্লাবটি ২০০৯ ও ২০১১ সালে দু’বার ক্লাব বিশ্বকাপ জিতলেও এবার সে সুযোগ হাতছাড়া হতে পারে । কারণ হাই-ভোল্টেজ সেমিফাইনালের ম্যাচটিতে বার্সার দুই মহা তারকা নেইমার ও মেসি কাউকে পাচ্ছে না কোচ এনরিকে। কুঁচকির ইনজুরিতে খেলছেন না ব্রাজিল প্রাণ ভোমরা নেইমার। বার্সেলোনা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, "ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারবে না লিও মেসি। খেলোয়াড়ের রেনাল কলিক হয়েছে।" তারা নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালেই মেসির রেনাল কলিক ধরা পড়ে। এটা এক ধরণের পেটে ব্যথা। কিডনিতে পাথর হলে যা হয়ে থাকে। আরো মেডিক্যাল টেস্ট করা হবে। তারপর জানা যাবে মেসির ভবিষ্যত। তারে মানে বার্সেলোনা ফাইনালে উঠলেও সেই ম্যাচে মেসির খেলা অনিশ্চিত। ফাইনাল ২০ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে