রবিবার, ১৬ জুন, ২০১৯, ০৭:৫৫:৩৭

বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি

বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপের ২২তম ম্যাচে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে কম ইনিংস খেলে দ্রুততম এগারো হাজারি ক্লাবে প্রবেশ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এই মাইলফলক স্পর্শ করতে কোহলি খেলেছেন ২২২ ইনিংস। এই মাইলফলক স্পর্শ করতে আজ কোহলির দরকার ছিল ৫৭ রান। পাকিস্তানের বিপক্ষে ৫৭ রান তুলে নিয়েই এই মাইলফলক স্পর্শ করেন কোহলি।

এর আগে ২৭৬ ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেল্ডুলকার। অন্যদিকে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এই মাইলফলক স্পর্শ করেছিলেন ২৮৬ ইনিংসে। তাদের ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছেন কোহলি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে