সোমবার, ১৭ জুন, ২০১৯, ০৩:১০:১১

মিরাজ আমাদের জন্য ইতিবাচক: মাশরাফি

মিরাজ আমাদের জন্য ইতিবাচক: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মেহেদী হাসান মিরাজকে নিয়ে কথা হচ্ছে অনেক। টনটনের ছোট মাঠে স্পিনাররা তেমন সুবিধা পাবেনা বলেই মনে করছে সবাই। সেজন্য মিরাজকে বাদ দিয়ে পেসার রুবেলকে দলে নেয়ার দাবী সবার।

তবে মিরাজকে কি আসলেই বাদ দেয়া হবে? ক্যারিবিয়দের বিপক্ষে মিরাজকে বাদ দিতে হলে যে আরেকবার ভাবতে হবে।ক্যারিবিয়দের বিপক্ষে ৯ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এবারও কি সেটাই হবে? নাকি উল্টো উড়ে যাবেন মিরাজ?

মাশরাফি মিরাজকে নিয়ে অবশ্য বেশ আশাবাদী। তিনি বলেন, অফ স্পিন নিয়ে খেলে ওদের বিপক্ষে বেশ কিছু সাফল্য পেয়েছি। সুতরাং এটা নিয়ে আমাদের ভাবতে হবে। ওদের টপ অর্ডারে পাঁচজন বাঁহাতি তারকা। তাই মিরাজ আমাদের জন্য ইতিবাচক। আশা করি সে ভালো করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে