সোমবার, ১৭ জুন, ২০১৯, ১১:৩০:১৫

দুর্দান্ত খেলে বাংলাদেশকে দারুণ জয় উপহার দিলেন টাইগাররা

দুর্দান্ত খেলে বাংলাদেশকে দারুণ জয় উপহার দিলেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত খেলে বাংলাদেশকে দারুণ জয় উপহার দিলেন টাইগাররা। চলতি বিশ্বকাপের ২৩তম ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ও সৌম্য। কিন্তু ব্যক্তিগত ২৯ রানে রাসেলের বলে গেইলকে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন তামিম ও সাকিব। কিন্তু ৪৮ রান করে রান আউটের শিকার হয়ে ফিরেন তামিম। ১ রান করে থমাসের বলে হোপের হাতে ধরা পড়ে ফিরেন মুশফিক। অন্যদিকে ৮৩ বলে ১৩ চারে সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব ও ৪৩ বলে ৪ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি করেন লিটন।

শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন লিটন ও সাকিব। ৪১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ দল। সাকিব ১২৪ ও লিটন ৯৪ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেন শাই হোপ। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান আসে লুইসের ব্যাট থেকে। এছাড়াও হেটমায়ার ৫০, হোল্ডার ৩৩, পুরান ২৫, ব্রাভো ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে সাইফউদ্দিন ও মোস্তাফিজ ৩টি করে ও সাকিব ২টি উইকেট শিকার করেন।

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরণ হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শেলডন কোটরেল, ওশানে থমাস, শ্যানন গ্যাব্রিয়েল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে