বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৭:৪৪:১৬

বাংলাদেশে আসছে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশে আসছে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যে বিশ্বকাপ ট্রফিটি বিশ্বভ্রমণ করছে। বর্তমানে ট্রফিটি রয়েছে স্কটল্যান্ডে। এই দেশটি ভ্রমণ করে আর মাত্র তিনটি দেশঘুরে আগামী ১৪ জানুয়ারি বাংলাদেশে আসছে বিশ্বকাপের এ ট্রফি। বৃহস্পতিবার আইসিসির টুইটার অ্যাকাউন্ট থেকে এমনটি জানা গেছে। রোববার ভারতের মুম্বাই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি দেশের উদ্দেশে রওনা হয়েছে বিশ্বকাপের ট্রফিটি। স্কটল্যান্ডের পর ইউরোপের দেশ আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসে ঘুরবে ট্রফিটি। এরপর জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকা এবং ৫ জানুয়ারি জিম্বাবুয়েতে ঘুরবে ট্রফিটি। সেখান থেকে ১১ থেকে ১৮ জানুয়ারি ভারত বাদে এশিয়া মহাদেশের বাকি টেস্ট খেলুড়ে দেশগুলোতে থাকবে সেটা। ১৪ ও ১৫ জানুয়ারি দুই দিন বাংলাদেশে থাকবে ট্রফিটি। এরপর ২১ জানুয়ারি নিউজিল্যান্ডের ওয়েলিংটন ও অস্ট্রেলিয়ায় রাখা হবে। সেখান থেকে ১ ফেব্রুয়ারি দিল্লিতে ফেরত নিয়ে আসা হবে বিশ্বকাপের ট্রফিটিকে। উল্লেখ্য, আগামী বছর ১৫ মার্চ থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির জমকালো এ আসরটি। খেলা চলবে ৩ এপ্রিল পর্যন্ত। ১৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে