বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫৪:৩৩

২০১৫ সালে সবাইকে চমকে দিয়েছে যে তিনটি ক্রিকেট দল

২০১৫ সালে সবাইকে চমকে দিয়েছে যে তিনটি ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: আসছে নতুন বছর, চলে যাচ্ছে ২০১৫ সালটা। বাকি আর মাত্র ১৩ দিন। ক্রিকেট জগত থেকে আরেকটি বছর মাইনাস। কিন্তু মাইনাস হতে যাওয়া ২০১৫ সালটা গোটা বছর ক্রিকেটবিশ্বকে যে নতুন নতুন রেকর্ড দেখিয়েছে তা হয়তো ক্রিকেটপ্রেমীরা কখন ভুলবে না। ২০১৫ সালে ক্রিকেট মাঠে এমন কিছু ঘটনা ঘটল, যেগুলো বড় খবর তো বটেই। যা প্রায় কেউই ভাবেননি, সেগুলো হয়তো হারিয়ে গিয়েছে কালের গর্বে। তবে, আমরা শুধু ২০১৫ সালে যে তিনটি ক্রিকেট দল চমকে দিল সবাইকে তাদের আলোচনা করবো। এক- ২০১৫ সালটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সর্বোচ্চ সাফল্য বছর - এ বছর বাংলাদেশ ক্রিকেট দলের কাছে মাথায় নুয়াতে হয়েছে ক্রিকেটবিশ্বের পরাশক্তি দলকে ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের মতো বড় বড় দলকে। তাও আবার ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট ওয়ানডেতে। দুই- এ বছরে বাংলাদেশ শুধু সাফল্য দেখেনি। সাফল্য পেয়েছেন ক্রিকেটের দুর্বলতম দল আফগানিস্তান। বছরের শেষ দিকে এসে তারা হারিয়ে দিয়েছেন টেস্ট খেলিয়ে দেশ জিম্বাবুয়েকে। আফগানদের কাছে হেরে ওয়ানডে ও টি-টোয়েন্টির দুইটি সিরিজ হাত ছাড়া হয়ে যায় জিম্বাবুয়ে। দুর্বলতম এ দেশটির সাথে হেরে লজ্জা নিয়ে বাড়ি ফিরে যার জ্যামাইকানরা। তিন- এ বছরটা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিমের দুঃখের বছর বলে চলে। কারণ দীর্ঘ ৯ বছর পর বিদেশে মাটিতে টেস্ট সিরিজ হারে। হাসিম আমলা, এবি ডিভিলিয়ার্সরা দিনের পর দিন প্রচুর পরিশ্রম করে একটা দল হয়ে উঠেছিলেন, যাঁরা সত্যিই বিদেশে গেলে টেস্টে অন্তত হারে না। কিন্তু ভারতের মাটিতে খেলতে এসে বিরাটের সামনে প্রোটিয়ারা দাঁড়াতে পারল না। ১৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে