বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫৩:৫৫

হ্যামিল্টনে পিচ-বিকৃতির অভিযোগ শ্রীলঙ্কা কোচের

হ্যামিল্টনে পিচ-বিকৃতির অভিযোগ শ্রীলঙ্কা কোচের

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ০-১ পিছিয়ে থাকা অবস্থায় হ্যামিল্টন পৌঁছেই শ্রীলঙ্কা আবিষ্কার করেছে, পিচ তাঁদের প্রত্যাশা মতো মোটেও শুকনো ধরনের নয়। বরং এমনই ঘাস রাখা হয়েছে যে, আউটফিল্ডের থেকে তাকে আলাদা করা যাচ্ছে না বলে মন্তব্য করেন দলের সদস্যরা। শ্রীলঙ্কার অন্তর্বর্তী প্রধান কোচ জেরোম জয়রত্নে বলেই ফেলেছেন, ‘‘আমার বিচারবুদ্ধি বলছিল যে, এখানে স্পিনিং উইকেটই সাধারণত হয়। যত ম্যাচ এগোয় তত এখানে স্পিনারদের প্রাধান্য বাড়তে থাকে। কিন্তু এসে যা দেখছি, পিচ বিকৃত করা হয়েছে। নিউজিল্যান্ড দলকে সুবিধা দেওয়ার জন্যই এটা করা হয়েছে।’’ জয়রত্নের দাবি, পিচে ১৮ মিলিমিটারের বেশি ঘাস রয়েছে। যেটা আন্তর্জাতিক ম্যাচের জন্য থাকা উচিত নয়। শ্রীলঙ্কার কোচ ‘পিচ বিকৃতি’র দাবি তোলায় মামলা আরও জটিল হয়ে উঠেছে কারণ আইসিসি-র নিয়ম অনুযায়ী নিজেদের সুবিধা অনুযায়ী পিচকে এভাবে বিকৃত করা যায় না। নাগপুরে অতিরিক্ত স্পিন হচ্ছিল বলে ম্যাচ রেফারি জেফ ক্রো সমালোচনা করে রিপোর্ট জমা দিয়েছিলেন আইসিসি-তে। যা নিয়ে কম বিতর্ক হয়নি। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ঘুরিয়ে পাল্টা কথা শোনাতে ছাড়েননি ম্যাচ রেফারিকে। হ্যামিল্টনের সেডন পার্কের ইতিহাস বলছে, ড্যানিয়েল ভেত্তোরি থাকার সময় এখানে স্পিন-সহায়ক উইকেটই হতো। এখন আইসিসি নাগপুরের মতোই কঠোর হয় কি না, সেটাই দেখার। ১৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে