বুধবার, ১৯ জুন, ২০১৯, ০৫:৫৩:৪৯

সাকিবকে সামলাতে 'গোপন অস্ত্র' সামনে আনলো অস্ট্রেলিয়া

সাকিবকে সামলাতে 'গোপন অস্ত্র' সামনে আনলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ব্যাটসম্যান সাকিব আল হাসানকে সামলাতে অস্ট্রেলিয়া কি ভাবছে তা জানার উপায় নেই। বোলার সাকিবকে সামলাতে বিশ্ব চ্যাম্পিয়নরা সাহায্য নিচ্ছে অ্যাশটন অ্যাগারের। 

অস্ট্রেলিয়া ‘এ’ দলের ইংল্যান্ড সফরে থাকা বাঁহাতি এই স্পিনারকে নেটে খেলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। এর আগে নিউজিল্যান্ডও বাংলাদেশ ম্যাচের আগে নেটে ডেকেছিল বিশ্বকাপ দলের বাইরে থাকা তাদের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলকে।

বিশ্বকাপ দলে থাকা লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা, অফ স্পিনার ন্যাথান লায়নের সঙ্গে নেটে অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথদের বোলিং করেন অ্যাগার। আগামী বৃহস্পতিবার নর্থ্যাম্পটনশায়ারে ‘এ’ দলের প্রথম ম্যাচে খেলতে পারেন তিনি। 

এরপরও তাকে নেটে ডেকে অস্ট্রেলিয়া বুঝিয়ে দিয়েছে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডারকে সামলানোর সর্বোচ্চ প্রস্তুতি নিতে তারা কতটা উন্মুখ। অজি কোচ জানান, বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবের অনুরূপ একজন স্পিনারকে সামলানোর সুযোগ হাতছাড়া করতে চাননি তারা।

জাস্টিন ল্যাঙ্গার বলেন, “সাকিব সম্ভবত বিশ্বের সেরা অলরাউন্ডার এবং বাঁহাতি স্পিনার। অ্যাগারের এখানে আসা, ওকে এখানে পাওয়া দারুণ ব্যাপার। গত বছর এই সময়ে ও অস্ট্রেলিয়া দলে ছিল।”

দারুণ ছন্দে আছেন সাকিব। বিশ্বকাপে টানা চার ম্যাচে ম্যাচে করেছেন ফিফটি, এর শেষ দুটিতে সেঞ্চুরি। আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের শীর্ষে। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে সবচেয়ে বড় অবদান ছিল সাকিবের। 

১৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন সাকিব। বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ের আগে তাই হয়তো বাঁহাতি এই স্পিনারের কাছাকাছি একজনকে খেলে প্রস্তুতি নিয়ে রাখছে অস্ট্রেলিয়া। ৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে দলটির মুখোমুখি হবে পাঁচ ম্যাচে চার জয় পাওয়া অস্ট্রেলিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে