বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯, ০২:৩৪:১২

মাঠে নামার আগে সুখবর পেল বাংলাদেশ

মাঠে নামার আগে সুখবর পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মাঠে নামার আগে সুখবর পেল বাংলাদেশ। চলতি দ্বাদশ বিশ্বকাপের ৪৮ ম্যাচের ২৯তম ম্যাচে পা দিয়েছে আজ। বলা চলে বিশ্বকাপ এখন মাঝপথে-ভরা যৌবনা। যাতে পয়েন্ট টেবিলে দ্বিতীয়তে অস্ট্রেলিয়া। তাদের পরবর্তী অর্থাৎ ষষ্ঠ ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। আজ বৃহস্পতিবার নটিংহ্যামে বাংলাদেশ সময় ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ ম্যাচটি।

এবারের বিশ্বকাপের আলোচিত চরিত্র বৃষ্টি তার উপস্থিতি জানান দিতে পারে আজকের ম্যাচেও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। তবে বিশ্ব মঞ্চে যখন মুখোমুখি এই দুই দল, বৃষ্টির প্রসঙ্গ চলে আসে এমনিতেও। সবশেষ দুটি আইসিসি টুর্নামেন্টেই এই দুই দলের ম্যাচে ছিল বৃষ্টির ছোবল।

আর সেই দুই ম্যাচ থেকে পাওয়া একটি করে পয়েন্ট বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশের সামগ্রিক সাফল্যে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল আর ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে ওঠার পেছনে ওই একটি করে পয়েন্ট ছিল মহা মূল্যবান।

আর এবারও একটি পয়েন্ট পেলে বাংলাদেশের অখুশি হওয়ার কথা নয়। তবে পয়েন্ট টেবিলে যে পর্যায়ে আছে দল, তাতে একটি পয়েন্ট খুব সাহায্য নাও করতে পারে দলকে। মাশরাফিও তাই খেলেই জিততে চান। আর মাশরাফির এ চাওয়ার সঙ্গেই যেন মিলে যাচ্ছে নটিংহ্যামের আবহাওয়া। জানা গেছে, আজ বৃষ্টির সম্ভাবনা থাকলেও খেলা পণ্ড হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ম্যাচের ফলে প্রভাব ফেলতে পারে।

এদিকে নটিংহ্যামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ১১টা থেকে ১টার মধ্যে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও বিরতি দিয়ে রোদ উঠবে। বিকালে আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে আসবে। কিছুটা সময় বৃষ্টিবাধা থাকলেও ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে