শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ১২:০২:৫৬

আইকন মর্যাদা না পাওয়া পাক বোর্ডকে কাঠগড়ায় তুলেছেন দুই ক্রিকেটার

আইকন মর্যাদা না পাওয়া পাক বোর্ডকে কাঠগড়ায় তুলেছেন দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: আসন্ন পাকিস্তান সুপার লীগে (পিএসএল) আইকন খেলোয়াড়ের মর্যাদা না পেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় তুলেছেন দুই পাক ক্রিকেটার মিসবাহ উল হক ও ইউনুস খান। ছাড়াও জানা গেছে, যদি আসন্ন পিএসএলে মিসবাহ ও ইউনুসকে অধিনায়কত্ব না দেওয়া হয় তাহলে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেবেন। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য পাঁচজন আইকন খেলোয়াড় নির্বাচিত হরা হয়েছে। এতে সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন দুই তারকা খেলোয়াড় মিসবাহ উল হক ও ইউনুস খান। পাঁচ দলের আইকন খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ইংল্যান্ডের কেভিন পিটারসেন ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। আর পাকিস্তানের দু’জন আইকন হলেন, শহিদ আফ্রিদি ও শোয়েব মালিক। ইউনুছ খানরে নেতৃত্বেই ২০০৯ সালে পাকিস্তান তাদের একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতে। আর মিসবাহ উল হক দীর্ঘদিন পাকিস্তানের টি-টোয়েন্টি নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য পিএসএল-এ তাদের আইকন খেলোয়াড় হিসেবে না রাখায় বেজায় চটেছেন তারা। আইকন খেলোয়াড় হিসেবে জাতীয় দল থেকে অবসর নেয়া দুই বিদেশী ক্রিকেটারের নির্বাচন নিয়েও পাক বোর্ডকে কাঠগড়ায় তুলেছেন তাঁরা। বিদেশী তিন আইকন খেলোয়াড়ের মধ্যে কেভিন পিটারসেন গত এক বছর ধরে ইংল্যান্ড জাতীয় দলের বাইরে। অসি অলরাউন্ডার শেন ওয়াটসন ইতিমধ্যে অবসর নিয়েছেন। আর এখানেই বর্তমানে পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ ও সাবেক অধিনায়ক ইউনিসের আপত্তি। ঘনিষ্ঠ মহলে তাঁরা নিজেদের আক্ষেপ নিয়ে জানিয়েছেন যে, এমন দু’জন ক্রিকেটারকে পাক বোর্ড আইকন খেলোয়াড় করেছে যারা দেশের হয়ে খেলে না বা অবসর নিয়ে ফেলেছে। ১৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৫/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে