শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ০১:০৫:২১

২০১৫-তে ক্রিকেট-বিশ্বে নজির গড়লেন যে ৫ ক্রিকেটার

২০১৫-তে ক্রিকেট-বিশ্বে নজির গড়লেন যে ৫ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালে ক্রিকেট মাঠে ব্যক্তিগত সাফল্যে অনেক ক্রিকেটারই নজির গড়েছেন। নিজেকে নিয়ে এসেছেন আলোয়। এই প্রতিবেদনে এমন সেরা ৫ জনের কথাই আলোচনা করা হল। ১)মুস্তাফিজুর রহমানের স্বপ্নের অভিষেক- বাংলাদেশের এক ক্রিকেটার। তাকে নিয়েই চললো ক্রিকেট বিশ্বে হৈ চৈ! বাংলার এই উদিয়মান টাইগার অভিষেকেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তুলে নিলেন ৬ উইকেট! ক্রিকেট বিশ্বকে ব্যাট হাতে শাসন করা ব্যাটসম্যানদের নাকানী চুপানী দিয়ে নিজের আগমনের কথা জানান দিলেন বাংলাদেশী এই ক্রিকেটার। ২)এ বি ডিভিলিয়ার্সের দ্রুততম সেঞ্চুরি - একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন এবি ডিভিলিয়ার্স। এই ২০১৫ সালেই। মাত্র ৩১ বলে সেঞ্চুরি করে দেখিয়ে দিলেন ক্রিকেটটা কত বদলে গিয়েছে। ৩)রস টেলর - নিউজিল্যান্ডের ক্রিকেটার রস টেলরকে প্রতিভাবান মনে করতেন সবাই। কিন্তু ক্রিকেট জীবনে এমন এক কাজ তিনি করে গেলেন যে, তার দেশের লোকেরা কোনওদিনও ভুলতে পারবেন না। কারণ, চিরশত্রু অসিদের বিরুদ্ধে তিনি ব্যক্তিগত সর্বোচ্চ রান করার নজির গড়লেন। ৪)অশ্বিনের এক ক্যালেন্ডার ইয়ারে ৬২ টেস্ট উইকেট- রবিচন্দ্রন অশ্বিন নিজেকে ক্রমশ বিশ্বের সেরা স্পিনার হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অন্তত ২০১৫ সালটা তাঁর দারুণ কাটল। পেলেন প্রচুর উইকেট। ৫) জো রুট টেস্ট ক্রিকেটে এক নম্বর জায়গা দখল করলেন- তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পরই বোঝা গিয়েছিল, রুট থাকেত এসেছেন। ২০১৫ সালটায় রুট সেই পথে এগোলেনও অনেকটা। স্টিভেন স্মিথকে সরিয়ে টেস্ট ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যানের তকমা এখন ইংলান্ডের এই তারকার কাঁধেই। ১৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে