শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৭:২৫

গুগল ইন্ডিয়ার সার্চে বিশ্বের সেরা ১০ ক্রীড়াব্যক্তিত্ব

গুগল ইন্ডিয়ার সার্চে বিশ্বের সেরা ১০ ক্রীড়াব্যক্তিত্ব

স্পোর্টস ডেস্ক: এমএস ধোনি, শচিন টেন্ডুলকারদের পিছনে ফেলে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে জনপ্রিয়তায় শীর্ষে উঠে এলেন ভারতীয় টেস্ট টিমের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। গুগল ইন্ডিয়ার দাবি অনুযায়ী, ২০১৫-য় 'মোস্ট সার্চড' ক্রীড়া ব্যক্তিত্ব হলেন বিরাট কোহলি। জনপ্রিয়তার দৌড়ে শুধু ধোনি বা শচিনই নন, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোকেও কয়েক কদম পিছনে ফেলে দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। বিরাটের পরেই দু-নম্বরে রয়েছেন মেসি। রোনালদো রয়েছেন পাঁচে। তালিকার প্রথম দশের ছ-জনই ভারতীয়। যুবরাজ সিং রয়েছেন নয়ে। ২০১৩-য় শচিন অবসর নিলেও, তার জনপ্রিয়তা যে এতটুকু কমেনি, বোঝা যায় ক্রম তালিকায় তাকে তিনে দেখে। ধোনি আছেন চার নম্বরে। একমাত্র মহিলা হিসেবে প্রথম দশে রয়েছেন সানিয়া মির্জা। একনজরে প্রথম ১০ জনপ্রিয় ক্রীড়াব্যক্তিত্ব ১. বিরাট কোহলি ২. লিওনেল মেসি ৩. শচিন টেন্ডুলকার ৪. এম এস ধোনি ৫. ক্রিশ্চিয়ানো রোনালদো ৬. রজার ফেডারার ৭. সানিয়া মির্জা ৮. রোহিত শর্মা ৯. যুবরাজ সিং ১০. নোভাক জকোভিচ ১৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে