সোমবার, ২৪ জুন, ২০১৯, ০৭:২৮:০৯

মুশফিকের দুর্দান্ত ইনিংসে আফগানদের ২৬৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ

মুশফিকের দুর্দান্ত ইনিংসে আফগানদের ২৬৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : লিটনের শুরুটা হয়েছিল দুর্দান্ত। মূলত ওপেনিং জুটিতে তিনিই ভালো খেলছিলেন। ১৭ বলে ২ বাউন্ডারিতে ডানহাতি এই ব্যাটসম্যান করেন ১৬ রান। কিন্তু এক বিতর্কীত সিদ্ধান্তের শিকার হয়ে ফেরেন তিনি।

এরপর ৩৬ রানের মাথায় নবীর বলে আউট হয়ে ফিরলেন তামিম। তবে ওপেনিং জুটির বিদায়ে দলের রানের চাকা থামাতে দেয়নি সাকিব। একপাশে আগলে রেখে সমান ভাবে রান করে গেছে। ৬৬ বলে অর্ধশতক পুরণ করেন সাকিব। 

তবে, ইনিংসটি বড় করতে পারলেন না। ৬৯ বলে ৫১ রানের মাথায় মুজিবুর রহমানের বলে এলভিডব্লিউ আউটের স্বীকার হয়ে সাজ ঘরে ফিরতে হয় তাকে। এরপর ব্যাটে নেমে ১০ বল খেলে ৩ রানের মাথায় ফের মুজিবুর রহমানের বলে এলভিডব্লিউ আউটের স্বীকার হন সৌম্য।

একপাশ আগলে রেখে লড়ে যাচ্ছেন দলের উইকেট রক্ষক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চার-ছক্কার তান্ডব চালিয়ে ইতিমধ্যেই অর্ধশতক পুরণ করেন। মুশফিকের ৮৭ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৬২ রান।

দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ৩৮ বলে ২৭ রান করে ফিরেছেন। মোসাদ্দেক হোসেন ২৪ বলে ৩৫ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। আফগানদের হয়ে মুজিবুর রহমান ৩টি ও গুলবাদিন নায়েব ২টি করে উইকেট লাভ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে