শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৫:১০:৪৮

টাকার জন‍্য খেলি না : ক্ষুব্ধ গেইল

টাকার জন‍্য খেলি না : ক্ষুব্ধ গেইল

স্পোর্টস ডেস্ক : টাকার জন্য খেলেন, যেখানে বেশি টাকা পাবেন, সেখানেই নাম লেখাবেন৷ ক্রিস গেইলের বিরুদ্ধে এমন অভিযোগ অনেক দিনের৷ অবশেষে এই নিয়ে মুখ খুললেন গেইল৷ সমালোচকদের অভিযোগে বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে নিজের কলামে লিখেছেন, ‘অনেকের মুখেই অনেক কথা শুনি৷ আমি নাকি টাকার জন্য সবকিছু করি৷ এটা মোটেই ঠিক নয়৷ টাকার কথা ভেবে আমি সব কাজ করি না৷ হ্যাঁ, এটা ঠিক যে, আমি বিভিন্ন দলে খেলার জন্য মোটা অঙ্কের টাকা পাই৷ কিন্তু আমি এই টাকাটা পাওয়ার যোগ্য৷ যদি টাকার কথা ভেবেই সবকিছু করতাম, তাহলে ২০১১ সালে জিম্বাবুয়েতে কখনওই খেলতে যেতাম না৷’ টি-২০ আপনার প্রিয়৷ টি-২০ ক্রিকেটের চাপ সামলান কেমন করে? গেইলের উত্তর, ‘সমালোচনা বা চাপ আমাকে সেভাবে নাড়া দেয় না৷ এতদিন ধরে ক্রিকেট খেলছি৷ কীভাবে চাপ সামলাতে হয় জানি৷ তরুণ ক্রিকেটারদের পক্ষে চাপ সামলানোটা একটু কঠিন৷ অনেক তরুণ ক্রিকেটারই হয়ত জানে না, কীভাবে চাপ কাটিয়ে ভাল ক্রিকেট খেলতে হয়৷’ দু’দিন আগেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কর্তাদের সমালোচনায় ভরিয়ে দিয়েছিলেন ডোয়েন ব্রাভো৷ এদিন ব্রাভোর প্রশংসা শোনা গিয়েছে গেইলের গলায়৷ বলেন, ‘২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে প্রথম ব্রাভোর সঙ্গে খেলি৷ ও দারুণ অলরাউন্ডার৷ কিন্তু আন্তর্জাতিক মঞ্চ ছাড়া বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে ওর বিরুদ্ধেই খেলেছি৷’ ১৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে