বুধবার, ২৬ জুন, ২০১৯, ০৯:৩৬:৪৮

ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সেমি-ফাইনালের পথ সহজ করল অস্ট্রেলিয়া

 ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সেমি-ফাইনালের পথ সহজ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সেমি-ফাইনালের পথ সহজ করল অস্ট্রেলিয়া । শ্রীলংকার পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেল ইংল্যান্ড। ২৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব কঢটি উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে ইংল্যান্ড।লডর্সে বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮৬ রানে টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ওভারেই জেমস ভিন্সের উইকেট তুলে নেন জেসন বেহরেনডর্ফ।

এরপর জো রুট ও অধিরায়ক ইয়ন মরগানকে প্যাভিলিয়নের পথ ধরিয়ে দেন মিচেল স্টার্ক। দল অারো যখন বিপদে পড়ে দল যখন জনির উইকেট হারায়। ৫৩ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়া দলকে কিছুটা টেনে তোলেন বেন স্টোকস এবং জস বাটলার।

তবে দলীয় ১২৪ রানের মাথায় বাটলার অাউট হলে একাই লড়াই করেন স্টোকস। দলীয় ১৭৭ রানের মাথায় মিসেল স্টার্কের দারুন একটি ইয়রকারে ৮৯ রানে বোল্ড হন স্টোকস। অস্ট্রেলিয়ার হয়ে জেসন বেহরেনডর্ফ একাই নেন ৫ উইকেট। এছাড়াও স্টার্ক নেন ৩ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও ফিঞ্চের ব্যাটে ওপেনিং জুটি আসে ১২৩ রান। ওয়ার্নার অর্ধশতক তুলে ৫৩ রান করে মঈন আলী বলে প্যাভিলিয়নে ফেরত যান। এ ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়িয়ে ফের বিশ্বকাপে সেরা রান সংগ্রাহক হলেন ওয়ার্নার। ৭ ম্যাচে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরিতে বরাবর ৫০০ রান তার। অন্যদিকে অর্ধশতক তুলে নেন ফিঞ্চ।

দ্বিতীয় উইকেটে জুটিতে ৫০ রান যোগ করেন ফিঞ্চ ও উসমান খাজা। ব্যক্তিগত ২৩ রানে খাজা বোল্ড আউট হন বেন স্টোকসের বলে। এরপরই চলতি বিশ্বকাপের নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ফিঞ্চ। তবে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওঠার সুযোগটা হাতছাড়া করেন এই ডানহাতি ওপেনার। বিশ্বকাপে তার সংখ্যা ৪৯৬। ঠিক ১০০ রান করে জোফরা আর্চারের বলে ক্রিস ওকসের হাতে ধরা পড়েন ফিঞ্চ। ১১টি চার ও ২টি ছয়ের মারে সাজানো ছিল ফিঞ্চের ইনিংস।

বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্রথমে অবস্থান করছে। এর পরপরই রয়েছে নিউজিল্যান্ডযাদের পয়েন্ট ১১। তবে পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবে বর্তমানে অবস্থান করছে ইংল্যান্ড যাদের পয়েন্ট ৮, বাংলাদেশের পয়েন্ট ৭ বাংলাদেশের পরবর্তী সময়ে ভারত ও পাকিস্তানের সাথে দুটি ম্যাচ রয়েছে। ইংল্যান্ডের পরবর্তী ম্যাচ দুটি নিউজিল্যান্ড এবং ভারতের সাথে। ইংল্যান্ড যদি ভারত আর নিউজিল্যান্ডের সাথে হারে তাহলে তাদের পয়েন্ট ৮ ই থাকবে।

আর যদি ২ম্যাচের ১টি জয় পায় ইংল্যান্ড তাহলে তাদের পয়েন্ট থাকবে ১০। আর বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারত আর পাকিস্তানের সাথে বাংলাদেশ যদি জয় লাভ করে তাহলে তাদের পয়েন্ট হবে ১১ তাহলে বাংলাদেশ চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে খেলবে নিশ্চিত।

আর ইংল্যান্ড যদি ভারত ও নিউজিল্যান্ডের সাথে জয় না পায় তাহলে পুরোপুরি নিশ্চিত বলা চলে বাংলাদেশের সেমিফাইনালে খেলা। তাহলে বলা চলে বাংলাদেশের পরবর্তী ২ ম্যাচের মধ্যে ২ ম্যাচেই জিততে হবে এবং ইংল্যান্ডকে ১ ম্যাচ হারতে হবে। তাহলেই সেমি-ফাইনালে নিশ্চিত বাংলাদেশ। অস্ট্রেলিয়ার জয়ে সহজ হল বাংলাদেশের সেমি-ফাইনাল সমিকরন। দেখে নিন বাংলাদেশের সেমি-ফাইনাল হিসাব-নিকাশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে