বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯, ১২:২৬:৪০

নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির লড়াইয়ে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেললো পাকিস্তান

নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির লড়াইয়ে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেললো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে অপরাজিত থাকার গর্বটা পাকিস্তানের কাছে হারালো নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত একটিও ম্যাচ না হারা নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দিয়ে সেমিফাইনাল লড়াইয়ে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেললো পাকিস্তান।

বুধবার এজবাস্টনে নামার আগে অনেক অপ্রিয় প্রশ্নের সামনে নিউজিল্যান্ড। শেষ চারে পৌঁছতে গেলে প্রত্যেকটা ম্যাচই জেতা ছাড়া বিকল্প নেই পাকিস্তানের কাছে। আউট ফিল্ড ভেজা থাকায় এদিন ম্যাচ শুরু হতে দেরি হয়৷ 

পিচ এবং আউট ফিল্ড পরীক্ষার পর আম্পায়াররা জানিয়ে দেন খেলা শুরু হবে বিকাল ৪টা থেকে৷ বার্মিংহ্যামে এদিন টস জিতলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন৷ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি৷ দু’দলের প্রথম একাদশেই এদিন কোনও পরিবর্তন করা হয়নি৷

বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার ম্যাচে শুরুতে বিপর্যয়ে পড়লেও নিশামের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে নিউজিল্যান্ড। পাকিস্তানের বোলিং তোপে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে কিউইরা।

সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে ২৩৮ রান করতে হতো পাকিস্তানকে। সেই লক্ষ্যে ব্যাটে নেমে প্রথম ১০ ওভারে ৪৪ রান তুলতে গিয়েই নেই হয়ে যায় পাকিস্তানের ২ উইকেট! পাকিস্তানের দুই ওপেনারই সাজ ঘরে ফিরেছেন। 

৩ ওভারের মাথায় ব্যক্তিগত ৯ রানে ট্রেন্ট বোল্টের বলে গাপটিলের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন ফকর জামান। আর ১০ ওভার ২ বলের মাথায় ২৯ বলে ১৯ রান করে লোকি ফার্গুসনের বলে ফের গাপটিলে হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইমামুল হক।

তবে অসাধারণ এক সেঞ্চুরির ইনিংস খেলে সেই ধাক্কা কাটিয়ে পাকিস্তানকে জেতালেন বাবর আজম। ১২৭ বলে ১০১ রান তুলে নিয়ে ৫ বল হাতে রেখেই দলকে ৬ উইকেটে জেতান বাবর আজম। তাকে সমান ভাবে সঙ্গ দিয়েছেন ৭৬ বলে ৬৮ রান করা হারিস সোহেল।

এই জয়ে বিশ্বকাপে সমান সংখ্যক মানে ৭টি করে ম্যাচ খেলে সমান সংখ্যক পয়েন্ট অর্জন করলো সরফরাজরা। পাকিস্তান ও বাংলাদেশ দুই দলই এই বিশ্বকাপে ৭টি করে ম্যাচ খেলেছে এবং এই দুই দলেরই পয়েন্ট এখন ৭। দুটি দলই আর মাত্র দুটি করে ম্যাচ খেলবে। এবং ৫ জুলাই শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে