শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ১১:০৬:০৮

তুমুল বিতর্ক, বাংলাদেশে রিয়াদ-মাশরাফির মধ্যে সেরা অধিনায়ক কে?

তুমুল বিতর্ক,  বাংলাদেশে রিয়াদ-মাশরাফির মধ্যে সেরা অধিনায়ক কে?

স্পোর্টস ডেস্ক : ইএসপিন বরিশাল বুলসের অধিনায়ক রিয়াদকে সেরা অধিনায়ক হিসাবে নির্বাচন করে। কিন্তু আর একটি প্রতিষ্ঠান রিয়াদ নয় মাশরাফিকে সেরা অধিনায়ক হিসাবে নির্বাচন করেছে। এ নিয়ে চলছে তুমুল বিকর্ত। এখন দেখে নেয়া যাক ক্রিকেটপ্রেমীরা এই বিষয়ে কি বলেন। সেরা অধিনায়ক আসলেই কে? মাশরাফি বিন মুর্তজা না মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রিমেটপ্রেমীরা কাকে এগিয়ে রাখেন সেটি দেখার বিষয় এখন। মাশরাফি কুমিল্লাকে ২০১৫ বিপিএলের শিরোপা জেতান। অন্যদিকে রিয়াদ শিরোপা জেতাতে না পারলেও দুর্দান্ত দাপটের সাথে দলকে ফাইনালে নিয়ে আসেন। ফাইনাল ম্যাচে উপভোগ্য ক্রিকেট উপহার দিয়ে মুগ্ধ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে