শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৯:৫৯

বিসিআইসির কাছে একান্ত ইচ্ছার কথা জানালেন ইউসুফ পাঠান

বিসিআইসির কাছে একান্ত ইচ্ছার কথা জানালেন ইউসুফ পাঠান

স্পোর্টস ডেস্ক : আইপিএলের সেরা তারকা ইউসুফ পাঠান। আইপিএলে পাঠান শাহরুখ খানের দলের দলের গুরুত্বপূর্ণ সদস্য। জাতীয় দল থেকে বছর তিনেক ধরে দূরে রয়েছেন ইউসুফ পাঠান। ভারতে চলমান রঞ্জি ট্রফিতে নিজেকে মেলে ধরার সুযোগ পান পাঠান। ৩৩ বছর বয়সের ইউসুফ পাঠান ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে একটি অবদার করে বসেন। ২০১৬ সালে নিজেদের মাটিতে বসবে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আসর। এই আসরে খেলতে চান তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিআইসি) কাছে নিজের এই একান্ত ইচ্ছার কথা জানান ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান বলেন, বিজয় হাজারের ট্রফিতে আমি প্রতিম্যাচে ৯-১০ ওভার বল করেছি। এই টুর্ণামেন্টে আমার ক্রিকেট সবাই দেখেছেন। আমি ভারতের হয়ে বিশ্বকাপে খেলতে চাই। ইউসুফ পাঠান বলেন, আমাকে সুযোগ দেয়া না হলে এই আসরটি অনেক মিস করব। ১৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে