শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ০১:৩৬:০৭

এবার যে দেশকে প্রতিপক্ষ হিসাবে পেতে যাচ্ছে মাশরাফিরা

এবার যে দেশকে প্রতিপক্ষ হিসাবে পেতে যাচ্ছে মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক : বিপিএল তো শেষ। আর এখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মাথায় ঘুরছে নতুন নতুন পরিকল্পনা। আসছে জানুয়ারি মাসে একটি দেশের সাথে ফের ক্রিকেটীয় লড়াই দেখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডিসেম্বরের এই কয়দিনে আর কোন সিরিজ এমনকি বড় কোনো আসর নেই টাইগারদের। অনেক ব্যস্ততার মাঝে একটু প্রাণ খুলে হাসার সুযোগ পেয়েছেন টাইগাররা। বিপিএল খেলে টাকা-পয়সাও বুঝে পেয়েছেন। এখন সময়টা ভালোই কাটছে। বিসিবি বসে নেই যতদ্রুত সম্ভব টাইগারদের মাঠে নামানোর চেষ্টাটাই করা হচ্ছে। বিপিএলের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়। ২০১৬ সাল টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর। জিম্বাবুয়ে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে এর আগে কথা ছিল জানুয়ারিতে টেস্ট সিরিজ আয়োজন করার। কিন্তু বিসিবি আগ্রহী ফের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। ৩ টি বা ৫টি টি-টোয়েন্টি ম্যাচ থাকতে পারে এই সিরিজে। বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমদ এই বিষয়ে বলেন, আমাদের এমন পরিকল্পনা রয়েছে, এখন দেখা যাক কি হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরীও বলেন, এই বিষয়ে একটা আলোচনা চলছে। দেখা যাক আমরা কতদূর সফল হতে পারি। ১৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে