শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৫:০১:৫৬

‘আগামীতে নতুন রুপে আয়োজন হবে বিপিএল’

‘আগামীতে নতুন রুপে আয়োজন হবে বিপিএল’

স্পোর্টস ডেস্ক: আগামী বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চতুর্থ আসর নতুন রুপে আয়োজন করা হবে বলে জানিয়েছেন, বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। বিপিএলের চতুর্থ আসরকে বৈশ্বিক রুপ দেওয়া হবে। সখ,আগামী টুর্ণামেন্টে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে আসার। এ ছাড়াও পরিকল্পনা আছে আরো দল ও ভেন্যু বাড়ানোর। আড়াই বছর বাদে বিপিএলের তৃতীয় আসর। সাঙ্গাকারা গেইলরা এলেও সেই অর্থে তারকাদ্যুতি কিছুটা কম ছিল এবারের বিপিএলে। আসেননি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কোন ক্রিকেটার। তবে চতুর্থ আসরে এ দুই দেশের বড় বড় তারকাদের নিয়ে আসার হবে বলে জানান আফজালুর। সদ্যশেষ হওয়া বিপিএল ঢাকা ও চট্টগ্রামের বাইরেও দেখার দাবি ছিল হাজারো দর্শকর। কিন্তু আমরা পারি নি। তবে বিপিএল পরবর্তী আসর গুলোকে সারা দেশে ছড়িয়ে দেয়ার চিন্তা আছে ক্রিকেট বোর্ডের। পরিকল্পনা আছে, আরো দুটি ফ্র্যাঞ্চাইজি যোগ করার। ১৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে