শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৫:২২:৪৭

অবশেষে পাক-ভারতের সেই আলোচিত ম্যাচ হতে যাচ্ছে

অবশেষে পাক-ভারতের সেই আলোচিত ম্যাচ হতে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক : বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাক-ভারতের সেই আলোচিত ম্যাচ হতে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো তিন মাস বাকি। তবে আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকায় ১৯ মার্চ ধর্মশালায় মুখোমুখি হবে দুই দল। আর তিন মাস আগেই সেই ম্যাচ নিয়ে শুরু হয়ে গেছে উত্তাপ। পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি জানান, ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নিতে আমরা প্রস্তুত । আমাদের গ্রুপটি বেশ কঠিন হয়েছে। কিন্তু আমরা তাতে ভীত নই। ভারতের বিপক্ষে ম্যাচটিতে আমাদের সকলের নজর রয়েছে। আফ্রিদি আরো বলেন, আমি বলেছি আমাদের গ্রুপটি কঠিন। কারণ, টি-টোয়েন্টি ম্যাচ একবার সুযোগের ম্যাচ। এখানে দ্বিতীয়বার কোনো সুযোগের জায়গা থাকেনা। আমরা সম্প্রতি বেশ কিছু ভুল করেছি। সেগুলো শুধরে বিশ্বকাপের আসরে নামতে চাই। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপের যেকোনো আসরেই ভারতের বিপক্ষে কোনো জয় নেই পাকিস্তানের। ওয়ানডে বিশ্বকাপের আসরে ৬ ম্যাচের মুখোমুখি দেখায় ভারত প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে দুই দল পাঁচবার মুখোমুখি হলেও কোনো জয় পায়নি পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, সকলে এ ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি জানি পাকিস্তান কোনো ফরমেটের বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি। তাই এবারের ম্যাচটি আমাদের জন্য বেশ চ্যালেঞ্জের। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে হারে পাকিস্তান। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আসরেও হেরেছিলো তারা। ১৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে