শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৫:৩৯:৫০

বাংলাদেশে তৈরি হচ্ছে আরো একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশে তৈরি হচ্ছে আরো একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক: প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আরো একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম। এমনটি জানিয়েছেন বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল। একুশ কোটি টাকার এ স্টেডিয়ামটি তৈরি হবে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের পাশে। আউটার এ স্টেডিয়াম নির্মাণের জন্য ইতিমধ্যে শহরের লাক্কাতুরা এলাকায় মূল স্টেডিয়ামের পাশে আট একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বিসিবির এ কর্তা আরো জানান, গতকাল আমরা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করেছি। সেখানে পাওয়ার পয়েন্ট প্রজেক্টরের মাধ্যমে স্টেডিয়ামের ডিজাইন তুলে ধরা হয়েছে। দশটি পিচ সম্বলিত এই স্টেডিয়াম তৈরির পরে অনুশীলনের জন্য মাঠ সংকট অনেকটাই কাটিয়ে উঠা সম্ভব হবে। তা ছাড়াও এ স্টেডিয়ামে একটি ক্রিকেট একাডেমী খোলার পরিকল্পনাও রয়েছে বিসিবি। আগামী বছর যুব বিশ্বকাপের পর আউটার স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানান তিনি। ১৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে