শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪০:৪০

ক্রিকেটার নন, গুগলম্যান পিচাই

ক্রিকেটার নন, গুগলম্যান পিচাই

স্পোর্টস ডেস্ক: বাবা-মা স্বপ্ন দেখতেন, তাদের ছেলে বড় হয়ে বিশ্বের নামকরা একজন ক্রিকেটার হবে। বাবা-মায়ের এই স্বপ্ন ভেতরে ভেতরে নিজেও লালন করতাম। কিন্তু ভাগ্যের পরিধির কারণে আজ আমি ক্রিকেট থেকে দূরে। বলছি গুগলের প্রধান নির্বাহীর (সিইও) পিচাইরে কথা। যাকে সারা বিশ্বের মানুষ চিনে একজন গুগলম্যান হিসেবে। কালের স্রোত সেই স্বপ্ন থেকে অনেকদূরে নিয়ে এসেছে পিচাইকে। ক্রিকেটার না হলেও হয়ে উঠেছেন গুগলের মতো একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্তা। চেন্নাইয়ের শ্রীরাম কলেজে শিশু কিশোরদের নিয়ে এক আলোচনায় অংশ নিয়ে একথা জানান তিনি। সেখানে পিচাই প্রায় ১৮০০ শিক্ষার্থী-শিক্ষকের উপস্থিতিতে আরো বলেন, অনেক ভারতীয়র মতো আমারও স্বপ্ন ছিল ক্রিকেটার হব। আমি প্রথমে সুনীল গাভাস্কারের এবং পরে শচীন টেন্ডুলকারের খুব ভক্ত ছিলাম। ৪৩ বছর বয়সী এই প্রযুক্তিবিদ টেস্ট ও ওয়ানডে ক্রিকেটকে উপভোগ করেন। তবে টি২০ ম্যাচ দেখলেও এ নিয়ে তার খুব বেশি আগ্রহ ছিল নেই। উল্লেখ্য, বৃহস্পতিবার ভারত সফরে আসেন পিচাই। সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। ১৮ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে